সিলেটে আ. লীগের কামরানকে সমর্থন দিল জাপা
সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরানকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি। আজই সিলেট নগরীতে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা শুরু করবেন বর্তমান জাতীয় সংসদের বিরোধী দলের নেতাকর্মীরা।
জাপার ভাইস চেয়ারম্যান (কেন্দ্রীয়) ও সাংসদ ইয়াহইয়া চৌধুরী সিলেটে আজ এক হোটেলে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেন। জাপার সভাপতিমণ্ডলীর সদস্য এটিইউ তাজ রহমান ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
আগামী ৩০ জুলাই রাজশাহী ও বরিশালের সঙ্গে সিলেটেও সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির আরিফুল হক চৌধুরী বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীকে সিলেটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Comments