জন্মদিনে গুগল ডুডলে ফিরোজা বেগম

প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের ৮৮তম জন্মদিনে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সার্চ ইঞ্জিন গুগল তাদের বাংলাদেশের হোমপেজে একটি ডুডল দিয়েছে। গুগল ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকলেই এই ডুডল প্রদর্শিত হচ্ছে। ডুডলে ক্লিক করলে তার সম্পর্কে নানা তথ্য পাওয়া যাচ্ছে।
ফিরোজা বেগমের জন্মদিনে গুগলের বাংলাদেশের হোম পেজে প্রদর্শিত হচ্ছে এই ডুডল

প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের ৮৮তম জন্মদিনে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সার্চ ইঞ্জিন গুগল তাদের বাংলাদেশের হোমপেজে একটি ডুডল দিয়েছে। গুগল ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকলেই এই ডুডল প্রদর্শিত হচ্ছে। ডুডলে ক্লিক করলে তার সম্পর্কে নানা তথ্য পাওয়া যাচ্ছে।

বাংলাদেশে নজরুল গীতিকে জনপ্রিয় করতে ফিরোজা বেগমের অবদান অসামান্য। কবির সরাসরি ছাত্রী ও স্নেহধন্য ছিলেন শিল্পী। বাংলাদেশ সরকার ১৯৭৯ সালে তাকে স্বাধীনতা পদকে ভূষিত করে।

অবিভক্ত ভারতবর্ষে ১৯৩০ সালের ২৮ জুলাই গোপালগঞ্জে জন্ম হয় ফিরোজা বেগমের। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় প্রথম আকাশ বাণী রেডিওতে গান গেয়েছিলেন। মাত্র ১০ বছর বয়সে তিনি বাংলাদেশের জাতীয় কবির সান্নিধ্যে যান ও শিষ্যত্ব লাভ করেন।

চল্লিশের দশকে পেশাদারিত্বের সঙ্গে গান গাওয়া শুরু করেন ফিরোজা বেগম।

১৯৪২ সালে এসময় এইচএমভি থেকে ৭৮ আরপিএম ডিস্ক ফরম্যাটে ফিরোজা বেগমের প্রথম ইসলামী গানের রেকর্ড বাজারে আসে। এর পর গ্রামোফোন রেকর্ড ছাড়াও ক্যাসেট ও সিডিতে তার গানের বহু এলবাম প্রকাশিত হয়েছে।

১৯৫৪ সাল থেকে কলকাতায় বসবাস শুরু করেন ফিরোজা বেগম। ১৯৬৭ সালে ঢাকায় চলে আসার আগ পর্যন্ত তিনি সেখানেই থাকতেন। ১৯৫৬ সালে সংগীত শিল্পী ও গীতিকার কমল দাশগুপ্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি।

হার্ট ও কিডনির জটিলতায় ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার এপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফিরোজা বেগম।

Comments

The Daily Star  | English
Yunus-led interim govt takes charge

2 months of interim govt: Hopes still persist

The interim government had taken oath two months ago with overwhelming public support and amid almost equally unrealistic expectations.

1h ago