একই একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

অলিখিত ফাইনালে পরিণত হওয়া ম্যাচেও টস জিতেছে বাংলাদেশ। টানা তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাশরাফি মর্তুজা।
প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়ে ফল পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক, দিবারাত্রীর দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং নিয়ে ফল পক্ষে আনা যায়নি। এবার দিনের আলোয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংই নিলেন মাশরাফি।
দ্বিতীয় ওয়ানডেতে অনায়াসে জেতার অবস্থা থেকেও হেরে যায় বাংলাদেশ। সে ম্যাচে ব্যর্থতার পরও একাদশে জায়গা ধরে রেখেছেন সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন ওএনামুল হক বিজয়। একই একাদশ নিয়ে তাই পুরো সিরিজেই খেলতে যাচ্ছে বাংলাদেশ।
গায়ানায় প্রথম ওয়ানডেতে ৪৮ রানে জেতার পর দ্বিতীয় ওয়ানডেতে ৩ রানে হারে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মর্তুজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
Comments