টি-টোয়েন্টি দলে ফিরলেন মোস্তাফিজ

টি-টোয়েন্টি খেলতে আগেভাগেই ওয়েস্ট ইন্ডিজ উড়ে গিয়েছিলেন সৌম্য সরকার ও আরিফুল হক। টি-টোয়েন্টি স্কোয়াডে কারা থাকছেন অনুমেয়ই ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দলে নেই কোন চমক।
Bangladesh Cricket team
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ফাইল ছবি: বিসিবি

টি-টোয়েন্টি খেলতে আগেভাগেই ওয়েস্ট ইন্ডিজ উড়ে গিয়েছিলেন সৌম্য সরকার ও আরিফুল হক। টি-টোয়েন্টি স্কোয়াডে কারা থাকছেন অনুমেয়ই ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দলে নেই কোন চমক।

সর্বশেষ আফগানিস্তান সিরিজে খেলা প্রায় সবাই আছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। ইনজুরি কাটিয়ে মোস্তাফিজুর রহমানের ফেরাও অনুমিতই ছিল। ওয়ানডে সিরিজের পর তাই দেশে ফিরে আসবেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজা, ওপেনার এনামুল হক বিজয়, ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ সময় ১ আগস্ট সকাল সাড়ে ছয়টায় সেন্ট কিটসে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুদল। সিরিজের বাকি দুই ম্যাচ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ০৫ ও ০৬ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ওই দুই ম্যাচ।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান , রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, নাজমুল অপু, মেহেদী হাসান মিরাজ।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

40m ago