বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত, ভাঙচুর

রাজধানীর বিমানবন্দর সড়কে র্যাডিসন হোটেলের সামনে বাসের ধাক্কায় দুইজন শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনার পর পরই উত্তেজিত জনতা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।
যে দুজন নিহত হয়েছেন তারা হলেন, দ্বাদশ শ্রেণির আব্দুল করিম রাজীব ও একাদশ শ্রেণির দিয়া খাতুন। তারা শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।
পুলিশ জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এর কিছুক্ষণের মধ্যেই স্থানীয় লোকজন ও পথচারীরা গাড়ি ভাঙচুর শুরু করে। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হতাহতদের পাশের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Comments