প্রস্তুতি ম্যাচে ম্যানইউকে উড়িয়ে দিল লিভারপুল
আট মাস পর গোল পেলেন ড্যানিয়েল স্টুরেজ। নতুন ক্লাবে যোগ দিয়ে প্রথম গোল পেলেন জের্দান শাকিরিও। আর পেনাল্টি থেকে গোল আদায় করে নিলেন সাদিও মানে ও সদ্য যোগ দেওয়া শেয়ি ওজোও। সব মিলিয়ে ৪-১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে দিল লিভারপুল।
ইউনাইটেড সমর্থকরা সান্ত্বনা পেতে পারেন কারণ দলের সেরা তারকারা প্রায় কেউই ছিলেন না এ ম্যাচে। রিজার্ভ বেঞ্চ যাচাই করতে দ্বিতীয় সারির তরুণ দল মাঠে নামিয়েছিলেন কোচ হোসে মরিনহো। তবে ম্যাচের প্রায় শেষ দিকে মাঠে নামিয়েছিলেন ৪৭ মিলিয়ন পাউন্ডে কেনা ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেডকে।
তবে দারুণ প্রস্তুতি সেরে নিয়েছে লিভারপুল। প্রথম ম্যাচে গোলরক্ষক কারিউসের ভুলে বুরুশিয়া ডর্টমুন্ডের কাছে হারের পর টানা দ্বিতীয় জয় পেল দলটি। সবচেয়ে বড় কথা ম্যানচেস্টারের বিপক্ষে বড় জয়টি ঘরোয়া লিগে দারুণ আত্মবিশ্বাস দেবে তাদের।
গত মৌসুমটা ভালো যায়নি স্টুরেজের। তাই মাঝ পথে তাকে ওয়েস্টব্রুমে ধারে পাঠিয়েছিলেন কোচ ইয়ুর্গেন ক্লপ। এদিন মিশিগানের মাঠে লক্ষাধিক ভক্তদের সামনে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেন স্টুরেজ। তার গোল পাওয়া ক্লপের জন্য নিঃসন্দেহে দারুণ স্বস্তিদায়ক।
ম্যাচের ২৮ মিনিটেই মানের পেনাল্টি গোলে গিয়ে যায় লিভারপুল। তবে তিন মিনিট পর আন্দ্রেস পেরেইরার গোলে সমতায় ফেরে ইউনাইটেড। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলের সমতায়। তবে দ্বিতীয়ার্ধে আর কুলিয়ে উঠতে পারেনি মরিনহোর শিষ্যরা। ৬৬ মিনিটে স্টুরেজ, ৭৪ মিনিটে ওজো এবং ৮২ মিনিটে শাকিরি গোল দিলে বড় হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়ে রেড ডেভিলরা।
Comments