দুই গোলে পিছিয়ে থেকেও জিতল ম্যানসিটি
ম্যাচের ২৪ মিনিটেই দুই গোলে পিছিয়ে পরে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। কিন্তু এরপর দারুণ লড়াই করে দলটি। উল্টো তিন গোল দিয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে টানা দ্বিতীয় হার উপহার দেয় বায়ার্ন মিউনিখকে। সাবেক ক্লাবের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয়েই এ টুর্নামেন্টে প্রথম জয় পেলেন পেপ গার্দিওলা।
বায়ার্ন ছেড়েই সিটিতে নাম লিখিয়েছিলেন গার্দিওলা। তাই সাবেক ক্লাবের বিপক্ষে ভিন্ন মাত্রা এনে দিয়েছিল প্রীতি ম্যাচে। তাতে জয় গার্দিওলারই। অথচ শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল জার্মান ক্লাবটির হাতেই। ২৪ মিনিটে দুই গোলে এগিয়েও যায় তারা।
মৌসুম শুরুর আগে দুই দলেরই এটা ছিল শেষ প্রস্তুতি ম্যাচ। সিটির জন্য ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই। কারণ আগের দুটি ম্যাচেই হেরেছে তারা। এদিনও এমন ইঙ্গিতই ছিল। কিন্তু বের্নার্দো সিলভার জোড়া গোলে অন্তত একটি জয় নিয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ শেষ করল ইংলিশ চ্যাম্পিয়নরা।
ম্যাচের ১৫ মিনিটে মেরিটান শাবানির গোলে এগিয়ে যায় বায়ার্ন। নয় মিনিট পর দারুণ এক গোল করেন আরিয়েন রোবেন। দুই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ প্রায় শেষ করেছিল বায়ার্ন। তবে যোগ করা সময়ে একটি গোল শোধ করেন বের্নার্দো সিলভা।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় সিটি। সে ধারায় দ্বিতীয়ার্ধের ছয় মিনিটেই সমতায় ফেরে দলটি। গোল করেন লুকাস এনমেচা। ৭০ মিনিটে এগিয়ে যায় ইংলিশ দলটি। ১৭ বছর বয়সী সাবেক বার্সেলোনা মিডফিল্ডার আদ্রিয়ান বেরনাবের এসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল করেন সিলভা।
এর পর দুই দলই বেশ কিছু সুযোগ পেলেও আর গোল না হলে ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি। আগামী ১৩ আগস্ট সুপারকাপের ফাইনালে ইনফ্রাখটের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন। আর রোববার কমুনিটি শিল্ড ক্ল্যাশে চেলসির মোকাবেলা করবে ম্যানসিটি।
Comments