বরিশালে বিএনপির অর্ধশত এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ
বরিশাল সিটি নির্বাচনে সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর পরই অনিয়মের অভিযোগ তুলেছেন বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার। অভিযোগ করে তিনি বলেছেন, বিভিন্ন ভোটকেন্দ্র থেকে বিএনপির অন্তত অর্ধশত এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।
আজ সকালে ৮টা ৪০মিনিটের দিকে নগরীর পশ্চিম কাউনিয়ায় এক নম্বর ওয়ার্ডে সায়েদা মাজেদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে অভিযোগের কথা জানান সারোয়ার।
ভোটকেন্দ্রটিতে উপস্থিত দ্য ডেইলি স্টারের রিপোর্টার জানান, সারোয়ার ভোট দিতে ঢোকার পর প্রায় ৫০ জনের মত যুবক সেখানে এসে অভিযোগ তোলেন যে বিএনপির প্রার্থী নিজেই জাল ভোট দিচ্ছেন। অভিযোগকারীদের অনেকেই নৌকা প্রতীকের ব্যজ পরিহিত ছিলেন।
তারা জোর করে ভোটকেন্দ্রের ভেতরে ঢোকার চেষ্টা চালালে উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গেট বন্ধ দেয়। কিন্তু তাদের ঠেলাঠেলিতে এক পর্যায়ে গেটটি ভেঙে যায়।
ভোটকেন্দ্রে ঢুকতে না পেরে সারিবদ্ধভাবে থাকা ভোটারদের ছত্রভঙ্গ করে দেয় তারা।
Comments