ব্যালট ছিনতাইয়ের অভিযোগ মনীষার
বরিশালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। বাসদের প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তীর অভিযোগ নৌকা প্রতীকের ব্যাজ পরিহিত লোকজন ব্যালট ছিনতাই করে জাল ভোট দেওয়ার চেষ্টা চালায়। তবে তাদের বাধার মুখে জাল ভোট দিতে পারেনি তারা।
ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের রিপোর্টার জানান, সকাল পৌনে ১০টার দিকে ১৭ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রটিতে নৌকার ব্যাজ পরিহিত ২০-২৫ জন ব্যক্তি ব্যালট পেপার ছিনতাই করে সিল মারার চেষ্টা চালায়। এসময় বাসদের প্রার্থী মনীষা ও তার সমর্থকরা সেখানে উপস্থিত হয়ে ব্যালট ছিনতাইয়ে বাধা দেন।
তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার প্রভাস কুমার মণ্ডল। তার দাবি, এ ধরনের কোনো কিছুই ঘটেনি। মনীষার বিরুদ্ধে তার পাল্টা অভিযোগ, মোবাইল ফোন নিয়ে তিনি ও তার সমর্থকরা কেন্দ্রের ভেতরে ঘোরাফেরা করছিলেন। তার কারণেই সমস্যা সৃষ্টি হয়েছিল।
এ ব্যাপারে জানতে চাইলে বাসদের বরিশাল জেলার আহ্বায়ক ইমরান হাবিব রুমন দ্য ডেইলি স্টারকে বলেন, তারা সকাল সোয়া ৯টার দিকে ভোটকেন্দ্রটিতে গিয়ে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের হাতে সিল মারা ব্যালট দেখতে পান। তবে তাদের বাধার মুখে ব্যালট পেপার বাক্সে ভরাতে পারেনি তারা। ব্যালট নিয়েই তারা তাদের ধাক্কা মেরে ভোটকেন্দ্র থেকে চলে যায়।
Comments