দুইবার এগিয়েও রোমার কাছে উড়ে গেল বার্সেলোনা

হোক না প্রীতি ম্যাচ। তারপরও তো একটা দ্বৈরথ ছিলই। গত চ্যাম্পিয়ন্স লিগে অসম্ভব এক ম্যাচ জিতে বার্সেলোনাকে বিশাল এক ক্ষত উপহার দিয়েছিল রোমা। তবে ম্যালকম ইস্যুতে দুই শিবিরই উত্তপ্ত। রোমার শত্রু তে পরিণত হয় স্প্যানিশ জায়ান্টরা। তাই প্রীতি ম্যাচেও প্রতিদ্বন্দ্বিতা ছিল জমজমাট। আর তাতে ৪-২ গোলের বড় জয় পেয়েছে ইতালিয়ান ক্লাবটি।

হোক না প্রীতি ম্যাচ। তারপরও তো একটা দ্বৈরথ ছিলই। গত চ্যাম্পিয়ন্স লিগে অসম্ভব এক ম্যাচ জিতে বার্সেলোনাকে বিশাল এক ক্ষত উপহার দিয়েছিল রোমা। তবে ম্যালকম ইস্যুতে দুই শিবিরই উত্তপ্ত। রোমার শত্রু তে পরিণত হয় স্প্যানিশ জায়ান্টরা। তাই প্রীতি ম্যাচেও প্রতিদ্বন্দ্বিতা ছিল জমজমাট। আর তাতে ৪-২ গোলের বড় জয় পেয়েছে ইতালিয়ান ক্লাবটি।

মৌসুম শুরু হতে প্রায় সপ্তাহ দুই বাকি। এর আগে প্রস্তুতি নিতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে অংশ নিয়েছে ইউরোপের দলগুলো। সেরা তারকাদের বিশ্রাম দেওয়ায় যুক্তরাষ্ট্রে বুধবার তারুণ্য নির্ভর দল মাঠে নামায় বার্সেলোনা। আগের ম্যাচে টাই ব্রেকারে জয় পেলেও এ ম্যাচে হার নিয়েই মাঠ ছাড়তে হয় স্প্যানিশ চ্যাম্পিয়নদের।

ম্যাচের ৬ মিনিটেই রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৩৫ মিনিটে সে গোল ফিরিয়ে দেন স্টিফেন এল সারয়ি। কিন্তু এরপর রোমার কাঁটা ঘায়ে যেন আঘাত করেন ম্যালকম। কারণ তাকে নিয়েই যত গণ্ডগোল দুই ক্লাবে। ৪৯ মিনিটে রোমার জালে বল প্রবেশ করান এ ব্রাজিলিয়ান। ২-১ গোলে এগিয়ে যায় বার্সেলোনা।

৬১ মিনিটে মাঠ ছাড়েন ম্যালকম। একই সঙ্গে আরেক গোলদাতা রাফিনহাসহ আরও তিন খেলোয়াড় বদল করে বার্সা। তাতেই যেন পিছিয়ে বার্সেলোনা। মাঝ মাঠের নিয়ন্ত্রণ হারায়। গোল শোধে মরিয়া হয়ে ওঠে রোমা। ৭৮ মিনিটে লক্ষ্যেও পৌঁছে যায় দলটি। আলেসান্দ্রো ফ্লোরেনজি দলকে সমতায় ফেরান।

এরপরও আক্রমণের ধারা বজায় রাখে দলটি। এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি রোমা। ৮৩ মিনিটে গোল করেন ব্রায়ান ক্রিস্টান্টে। তিন মিনিট পর আবার গোল। এবার পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন দিয়েগো পেরোত্তি। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায় তখনই। এরপর গোল শোধের চেষ্টা চালিয়ে সুবিধা করতে পারেনি বার্সা। ফলে বড় হারেই মাঠ ছাড়তে হয় কাতালানদের।

Comments