ম্যানইউর কাছে প্রস্তুতি ম্যাচ হারলো রিয়াল
ক্রিস্তিয়ানো রোনালদো ও কোচ জিনেদিন জিদান দল ছাড়ার পর বুধবার প্রথম মাঠে নামলো রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ রোনালদোর আরেক সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এ পর্তুগিজ তারকার সাবেক দুই ক্লাবের মধ্যকার লড়াইয়ে জয় হয়েছে ইংলিশ ক্লাবটিরই। ২-১ গোলে রিয়ালকে হারিয়েছে ম্যানইউ।
মৌসুম শুরুর আগে প্রস্তুতি নিচ্ছে ইউরোপের দলগুলো। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে এদিন প্রথমবার মাঠে নামল রিয়াল। তবে শুরুটা ভালো হলো না চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাধারীদের। হার দিয়েই যাত্রা শুরু। আর ম্যানইউর শেষটা হলো দারুণ। নির্ধারিত সময়ের খেলায় প্রথম তুলে আত্মবিশ্বাস নিয়েই দেশে ফিরছে দলটি।
এদিন ম্যাচের সবগুলো গোলই হয় প্রথমার্ধে। ২৭ মিনিটেই দুই গোলে পিছিয়ে পড়ে রিয়াল। ১৮ মিনিটে গোল করেন সাবেক বার্সেলোনা তারকা আলেক্সিস সানচেজ। নয় মিনিট পর বল জালে জড়ান মিডফিল্ডার এন্দার হেরেরা। তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এক গোল পরিশোধ করেন রিয়ালের ফরাসী স্ট্রাইকার করিম বেনজেমা।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে খেললেও লাভ হয়নি রিয়ালের। নাচো, ইস্কো, মার্কো অ্যাসেনসিও ও টনি ক্রুসরা নেমে আক্রমণের ধারা বাড়ালেও লক্ষ্যভেদ হয়নি। অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারালে হার নিয়েই মাঠ ছাড়তে হয় স্প্যানিশ দলটিকে। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
এ ম্যাচ হারলেও প্রস্তুতির জন্য আরও দুটি ম্যাচ পাচ্ছে রিয়াল। রোববার রোনালদোর জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে তারা। যদিও এ ম্যাচে খেলছেন না পর্তুগিজ তারকা। উয়েফা সুপার কাপে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে বুধবার রোমার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। আর ১১ আগস্ট শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। প্রথম দিনেই ২০১৬-১৭ এর চ্যাম্পিয়ন লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড।
Comments