শাহজাহান-নামা
ঢাকায় বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুজন শিক্ষার্থী নিহত হওয়ার পর উদ্ভট মন্তব্য করে সমালোচনার মুখে রয়েছেন নৌমন্ত্রী শাহজাহান খান। পরিবহন শ্রমিকদের এই নেতা এর আগেও নানা সময়ে এরকম মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন। এক নজরে তার সেসব বিতর্কিত বক্তব্য-
‘অশিক্ষিত চালকদেরও লাইসেন্স দেওয়া দরকার। কারণ, তারা সিগনাল চেনে, গরু-ছাগল চেনে, মানুষ চিনে। সুতরাং তাদের লাইসেন্স দেওয়া যায়।’ ২০১১ সালের ১৮ আগস্ট নৌ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রীর বক্তব্য।
‘একটা টুকিটাকি ঘটনা হতেই পারে। এতগুলো মানুষের মধ্যে এটা তেমন কোনো বিষয়ই না।’ বর্ষবরণ অনুষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনা প্রসঙ্গে ২০১৬ সালের ৮ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে শাহজাহান খানের মন্তব্য। সমালোচনার মুখে এক দিন পরই বক্তব্য প্রত্যাহার করেন তিনি।
‘সুন্দরবনে তেল ছড়িয়ে পড়ায় তেমন কোনো ক্ষতি হয়নি।’ সুন্দরবনের ভেতর শ্যালা নদীতে তেলের ট্যাঙ্কার ডুবে যাওয়ার ঘটনার পর ২০১৪ সালের ১৩ ডিসেম্বর মন্ত্রীর বক্তব্য।
‘চালকদের পাশাপাশি সড়ক দুর্ঘটনায় হতাহতদেরও বিচার হওয়া উচিৎ।’ গত ১২ মে রাজধানীতে বাস চালকদের এক সম্মেলনে শাহজাহান খানের বক্তব্য।
‘ভারতের মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ৩৩ জন মারা গেছে। এগুলো নিয়ে আমরা যেভাবে কথা বলি, ওখানে কি এগুলো নিয়ে কেউ এভাবে কথা বলে?’ গত রোববার বিমানবন্দর সড়কে বাস চাপায় দুজন শিক্ষার্থী নিহত হওয়ার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেসে হেসে শাহজাহান খানের প্রতিক্রিয়া।
‘আমার হাসিটাই আমার দোষ। মুচকি হাসি আল্লাহ ও মানুষ সবাই পছন্দ করেন। যদি আমার মুচকি হাসি দোষের হয় তাহলে আমি আর হাসবো না।’ সমালোচনার মুখে গতকাল মঙ্গলবার শাহজাহান খানের মন্তব্য।
Comments