উল্টোপথে যাওয়া তোফায়েল আহমেদের গাড়ি আটকে দিল ছাত্ররা
উল্টোপথ দিয়ে যাওয়া বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের গাড়ি আটকে দিয়েছে শিক্ষার্থীরা। শাহবাগ থেকে বাংলামোটরের দিকে যাওয়ার সময় বিক্ষুব্ধ ছাত্রদের বাধার মুখে পড়েন তোফায়েল।
আজ দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এসময় প্রায় ১৫ মিনিট গাড়িটি আটকে রাখে ছাত্ররা। তোফায়েল আহমেদ গাড়ি থেকে নেমে ছাত্রদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে, ‘সবার জন্য আইন সমান’ স্লোগান দেয় ছাত্ররা। এক পর্যায়ে গাড়ির সামনে বসেও পড়ে কয়েকজন ছাত্র।
পরে বাধ্য হয়ে গাড়িটি শাহবাগের দিকে ফিরে যায়।
Comments