শিক্ষার্থীদের দাবি যৌক্তিক: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে বাসচাপায় দুজন শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের নিরাপদ সড়কের দাবিকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে আজ (১ আগস্ট) এক জরুরি বৈঠকে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দাবি যুক্তিসঙ্গত এবং সেই দাবি মেনে নিয়ে তা বাস্তবায়ন করা হবে।
সেই বৈঠকে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে রাস্তার পাশে বাসের জন্যে অপেক্ষমাণ দুজন শিক্ষার্থীর মৃত্যু হয়।
এর প্রতিবাদে তাদের সহপাঠীরা রাস্তায় নেমে এলে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা তাতে যোগ দেয়। সেই মৃত্যুর প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন আজ চতুর্থ দিনের মতো চলছে।
Comments