আন্দোলনকারী শিক্ষার্থীকে চাপা দিলো ট্রাক

 

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ (১ আগস্ট) চতুর্থদিনের মতো যখন রাস্তায় নামে তখন ঘটলো এই ঘটনাটি। রাজধানীর যাত্রাবাড়ির শনির আখড়া এলাকায় দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা যখন একটি ট্রাকের চালককে থামতে বলে, তখন চালক না থেমে গাড়ির গতি বাড়িয়ে চাপা দেয় এক শিক্ষার্থীকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই ট্রাকের চাপা দেওয়া ভিডিওটি ছড়িয়ে পড়ে। এরপর, সেই শিক্ষার্থীর মৃত্যুর গুজবও ছড়িয়ে যায়।

আমাদের সংবাদদাতা জানান, ফয়সাল নামের ১৮ বছরের সেই শিক্ষার্থীকে প্রোঅ্যাকটিভ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আহত শিক্ষার্থীর বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন স্কুল-কলেজের এক দল আন্দোলনকারী শিক্ষার্থী একটি ট্রাককে থামানোর চেষ্টা করলে সেই গাড়ির চালক একজন শিক্ষার্থীকে চাপা দিয়ে দ্রুত সেই স্থান ত্যাগ করে।

হাসপাতালের ব্যবস্থাপক সালাউদ্দিন ভূঁইয়া বলে, এতে ফয়সাল হিপ জয়েন্ট, বাম পা এবং ঠোঁটে ব্যথা পায়। তবে সে আশঙ্কামুক্ত।

Comments

The Daily Star  | English

Israel says striking Iranian security command centres

Iran vowed to defend itself a day after the US dropped bombs onto the mountain above Iran's Fordow nuclear site

1d ago