ঢাকা থেকে আন্তজেলা বাস ছাড়ছে কম
ঢাকা থেকে আন্তজেলা পথে কম সংখ্যক বাস ছেড়েছে। সেই সঙ্গে বাইরের জেলাগুলো থেকেও অল্প সংখ্যক বাস ঢাকায় ঢুকছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে এমন চিত্র দেখা গেছে।
বাস না ছাড়ার কারণ হিসেবে পরিবহন সংশ্লিষ্টরা নিরাপত্তাহীনতার কথা বলেছেন। তাদের দাবি, যাত্রীর সংখ্যাও স্বাভাবিক সময়ের চেয়ে কম। তাই তারা বাস ছাড়ছেন না।
নিরাপদ সড়কের দাবিতে টানা চার দিনের ছাত্রবিক্ষোভের মধ্যে ঢাকায় কয়েক দিন ধরেই বাস কম চলছে। গতকালও ঢাকার রাস্তায় বাস কম ছিল। আজ সকালে ব্যস্ততম সময়ে বহু নিত্যযাত্রীকে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। শেষ পর্যন্ত বাস না পাওয়ায় হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন অনেকেই। আবার কালেভদ্রে বাসের দেখা মিললেও সেখানেও ছিল প্রচণ্ড ভিড়।
বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি ফারুক তালুকদার সোহেল দ্য ডেইলি স্টারকে বলেন, পরিবহন শ্রমিকরা নিরাপদ বোধ করছেন না। সে কারণেই অল্প সংখ্যক বাস ঢাকা ছাড়ছে ও ঢুকছে।
Comments