স্কুল-কলেজ বন্ধ তবুও বিক্ষোভ
বাসচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে পঞ্চম দিনেও ছাত্র বিক্ষোভ চলছে ঢাকায়। ক্ষোভ প্রশমিত করতে সরকারের অন্তত চার জন মন্ত্রী গতকাল ছাত্রদের দাবি নিয়ে আশ্বাস দেওয়ার পরও আজ সকাল থেকে বৈরি আবহাওয়া উপেক্ষা করে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। পরিস্থিতি সামাল দিতে আজ সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার।
উত্তরায় ছাত্র বিক্ষোভে সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আর লালমাটিয়ায় অবরোধ করায় মিরপুর রোডে যান চলাচল করছিল না।
ফার্মগেট: সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশো শিক্ষার্থী ফার্মগেটে বিক্ষোভ করেছে। মিছিল নিয়ে তারা কারওয়ান বাজারের দিকে গিয়ে চালকদের কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স দেখতে চেয়েছে। এসময় অনেক ছাত্রকে রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা যায়।
উত্তরা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছাত্ররা নেমে আসায় উত্তরায় যানবাহন আটকে যায়।
সায়েন্স ল্যাব: শিক্ষার্থীরা বাস ও ব্যক্তিগত যানবাহন থামিয়ে চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছিল। প্রায় ১২০০ ছাত্র রাস্তায় থাকায় মিরপুর রোডে ওই এলাকা দিয়ে ধীরে যানবাহন চলাচল করছিল।
শান্তিনগর: সকাল ১১টার দিকে একদল ছাত্র শান্তিনগর মোড়ে অবস্থান নেওয়ায় ওই এলাকায় যান চলাচল স্থবির হয়ে যায়।
সাভার: নিরাপদ সড়কের দাবিতে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় ৫০০ শিক্ষার্থী ঢাকা-আরিচা মহাসড়কে থানা স্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেছেন। সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া আধা ঘণ্টার এই মানববন্ধনের সময় মহাসড়কটি দিয়ে ধীরে যান চলাচল করছিল।
Comments