রোনালদোকে ছাড়াই এমএলএস অলস্টারকে হারাল জুভেন্টাস
দলে যোগ দেওয়ার পর থেকেই জুভেন্টাসের স্বপ্নের পরিধিটা বড় হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোকে ঘিরে। তবে আগেই বলেছেন প্রস্তুতি ম্যাচে খেলবেন না সদ্য জুভেন্টাসে যোগ দেওয়া এ পর্তুগিজ তারকা। তাকে ছাড়া দলটি অবশ্য খুব খারাপ করেনি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার্স অলস্টারের বিপক্ষে টাই-ব্রেকারে জিতেছে দলটি।
৭২,৩১৭ সমর্থকদের সামনে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছিলস্থানীয় দলটি। আটলান্টা ইউনাইটেডের ঘরের মাঠ মারসেডিজ বেঞ্জ স্টেডিয়ামে মূল খেলা ১-১ গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হয়। তবে টাই-ব্রেকারে ৫-৩ গোলে হার মানতে হয় স্বাগতিকদের। নিউওয়ার্ক রেড বুলসের ফরোয়ার্ড ব্রাডলি রাইট ফিলিপস পেনাল্টি মিস করলে জয় পায় তুরিনরা।
ম্যাচের ২১ মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। সফরকারীরাদের এগিয়ে দেন আন্দ্রেয়া ফাভেল্লি। মাথিয়াস পেরেইরার ক্রস থেকে দারুণ এক হেড বল জালে জড়ান তিনি। তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি স্বাগতিক দলটি। পাঁচ মিনিট পরই আটলান্টা ইউনাইটেডের জোসেফ মার্টিনেজের গোল সমতায় ফেরে তারা। ভেনিজুয়েলার এ তারকা গত মৌসুম থেকে দারুণ ছন্দে আছেন। ২৩ ম্যাচে ২৪ গোল দিয়েছিলেন গত এমএলএস লিগে।
এমএলএস লিগের সেরা তারকাদের নিয়ে তৈরি করা হয় অলস্টার দল। দর্শকদের অনলাইন ভোটের মাধ্যমে দল চূড়ান্ত করা হয়। দর্শকদের ভোটে একাদশে ছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তবে ম্যাচে খেলেননি এ সুইডিশ তারকা। তাকে ছাড়াই দারুণ খেলেছে দলটি। ভাগ্য সঙ্গে না থাকায় হারতে হয় তাদের। গত বছরও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কাছে টাই-ব্রেকারে ২-৪ গোলে হেরেছিল অলস্টার।
Comments