পল পগবাকে কিনতে বার্সেলোনার গোপন বৈঠক!

মাঝ মাঠের মূল কারিগর আন্দ্রেস ইনিয়েস্তা দল ছেড়েছেন। ছেড়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার পৌলিনহোও। তাই মাঝ মাঠের নিয়ন্ত্রণ রাখতে যোগ্য সেনানীই খুঁজছে ফুটবল ক্লাব বার্সেলোনা। সদ্যই ফ্রান্সকে বিশ্বকাপ জেতানোর অন্যতম নায়ক পল পগবাই হতে পারেন সেরা বিকল্প। তাই তাকে পেতে কাতালান ক্লাবটি এ ফরাসীর সঙ্গে গোপন বৈঠক করেছে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

ইংলিশ গণমাধ্যমের খবর অনুযায়ী বুধবার বেভারলি হিলসে পল পগবা বার্সেলোনার টেকনিক্যাল ডিরেক্টর এরিক আবিদালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে এমন কোন সাক্ষাৎ হয়নি বলেই দাবি করেছেন আবিদাল। স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দিপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে অস্বীকৃতি জানান তিনি। কিন্তু ইংলিশ গণমাধ্যম ঘটনা সত্য বলে বেশ গুরুত্বের সঙ্গেই প্রকাশ করছে।

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহোর অধীনে খুব একটা সুখকর দিন কাটছে না পগবার। তার উপর ক্লাবের সাফল্যও নেই বলতে গেলেই চলে। বিশ্বকাপে দারুণ খেললেও ওল্ড ট্রাফোর্ডে নিজেকে অবশ্য মেলে ধরতে পারেননি পগবা। সবমিলিয়ে এ ফরাসী ম্যানইউ ছাড়তে চান বলেই গুঞ্জন রয়েছে।

আগামী ৩১ আগস্ট গ্রীষ্মের দলবদল শেষ হবে। এর আগে দলগুলোকে পছন্দের খেলোয়াড়কে চুক্তিভুক্ত করতে হবে। পগবাকে পাওয়ার জন্য তাই বেশ লম্বা সময় হাতে পাচ্ছে বার্সেলোনা। এদিকে বার্সেলোনার কলম্বিয়ান ডিফেন্ডার ইয়রি মিনাকে পেতে উঠে পড়ে লেগেছেন মরিনহো। তাই কাজটা সহজ হয়ে যেতে পারে বলে ধারণা করছেন ফুটবল বোদ্ধারা।

বিশ্বকাপ জয়ের পর পগবা তিন সপ্তাহের ছুটিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। ২০১৬ সালে রেকর্ড ৮৯ মিলিয়ন পাউন্ডে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টারে এসেছিলেন তিনি। তাই নতুন ট্রান্সফার তার চেয়ে বেশ বড়ই হবে বলেই ধারণা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

BB buys $313m more from 22 banks

The cut-off rate was Tk 121.5 per US dollar

9m ago