শাহজাহান খানকে আইনি নোটিশ
পরিবহন শ্রমিক নেতা ও নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানকে আজ (২ আগস্ট) আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
আইনি নোটিশে বলা হয়েছে, একই সঙ্গে একজন মন্ত্রী বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নির্বাহী সভাপতির দায়িত্ব পালন করছেন- তা দেশের সংবিধান পরিপন্থী।
আইনজীবী একলাছ উদ্দিন ভুইয়া তার আইনি নোটিশে বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এরপর, সে বছরের ১২ জানুয়ারি তিনি মন্ত্রী হিসেবে শপথ নেন।
নোটিশে তিনি আরও বলেন, যেহেতু পরিবহন শ্রমিক ফেডারেশন একটি সিবিএ সংগঠন তাই একজন মন্ত্রী সেই সিবিএ সংগঠনের পদ ধারণ করতে পারেন না।
আইনজীবী একলাছ উদ্দিন ভুইয়া দ্য ডেইলি স্টারকে বলেন যে যদি শাহজাহান খান আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নোটিশের জবাব না দেন তাহলে তিনি এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদনের জন্যে ব্যবস্থা নিবেন।
Comments