৬ষ্ঠ দিনেও রাস্তায় শিক্ষার্থীরা
নিরাপদ সড়কের দাবিতে আজ (৩ আগস্ট) ষষ্ঠ দিনেও শিক্ষার্থীরা রাজপথে নেমেছে। তারা রাজধানীর মিরপুরে আন্দোলনকারীদের ওপর ‘ক্ষমতাসীন দলের’ লোকদের হামলার নিন্দা করে।
বিগত দিনগুলোর মতো ধানমন্ডি ও মিরপুরসহ রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের গাড়ির কাগজ ও চালকদের লাইসেন্স পরীক্ষা করতে দেখা যায় বলে জানিয়েছেন আমাদের সংবাদদাতারা।
সকাল সাড়ে ১১টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রাপা প্লাজা হয়ে ধানমন্ডি ২৭ নং সড়কে প্রায় শ দেড়েক শিক্ষার্থীকে যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা যায়।
সেসময় তারা পথচারীদের ফুটপাত ও জেব্রা ক্রসিং ব্যবহারে উৎসাহিত করে। শিক্ষার্থীরা প্রাইভেট কার, সিএনজি-চালিত রিকশা ও মোটরসাইকেল চালকদের ভিন্ন ভিন্ন লেন ব্যবহার করতে বলে। এছাড়াও, অ্যাম্বুল্যান্সের জন্যে জরুরি লেন ঠিক করে দেয় তারা।
মিরপুর ১০ গোল চত্বরে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দেয়। তারা গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই সহপাঠীর নিহত হওয়ার প্রতিবাদ ও সে ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ড দাবি করে।
আজ রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক ও সচেতন নাগরিকরা মিলিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
Comments