মগবাজারে বাসচাপায় যুবক নিহত

রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেট এলাকায় আজ (৩ আগস্ট) বাসচাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এরপর, উত্তেজিত জনতা সেই বাসে আগুন ধরিয়ে দেয়।
Accident
৩ আগস্ট ২০১৮, রাজধানীর মগবাজার এলাকায় বাসচাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হলে উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ছবি: আনিসুর রহমান

রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেট এলাকায় আজ (৩ আগস্ট) বাসচাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এরপর, উত্তেজিত জনতা সেই বাসে আগুন ধরিয়ে দেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (২২)।

তিনি জানান, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে সাতক্ষীরা পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহী সাইফুলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এরপর, দ্রুত ঢামেক এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পরে, উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, নিহত সাইফুল ইসলাম একজন নার্স। তিনি মগবাজারে তার ডিউটি সেরে গোড়ানের বাসায় ফিরছিলেন। এমন সময় দুর্ঘটনাটি ঘটে।

এ দুর্ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Comments