শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার অনুরোধ সাকিবের

নিরাপদ সড়কের দাবিতে ষষ্ঠ দিনেও শিক্ষার্থীরা রাজপথে আছে শিক্ষার্থীরা। বিগত দিনগুলোর মতো রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ির কাগজ ও চালকদের লাইসেন্স পরীক্ষা করতে দেখা যায় তাদের। গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই সহপাঠীর নিহত হওয়ার প্রতিবাদ ও সে ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ড দাবি থেকেই আন্দোলনের শুরু। এরপর নয় দফা দাবীতেই আন্দোলন করে যাচ্ছে শিক্ষার্থীরা।

নিরাপদ সড়কের দাবিতে ষষ্ঠ দিনেও শিক্ষার্থীরা রাজপথে আছে শিক্ষার্থীরা। বিগত দিনগুলোর মতো রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ির কাগজ ও চালকদের লাইসেন্স পরীক্ষা করতে দেখা যায় তাদের। গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই সহপাঠীর নিহত হওয়ার প্রতিবাদ ও সে ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ড দাবি থেকেই আন্দোলনের শুরু। এরপর নয় দফা দাবীতেই আন্দোলন করে যাচ্ছে শিক্ষার্থীরা।

এ ঘটনায় দেশের অনেক বড় বড় তারকারা শিক্ষার্থীদের আন্দোলন সমর্থন করেছেন। করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়ক সাকিব আল হাসানও। কিন্তু তার মতে এর মধ্যেই আন্দোলন সফল হয়েছে। সব দাবি পূরণ হয়েছে। তাই এবার শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানালেন দেশ সেরা এ অলরাউন্ডার।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘আমি এখন ফ্লোরিডায় আছি। আজ এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আমার তরুণ ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলতে চাই।’

‘গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই স্কুল শিক্ষার্থী দিয়া ও আবদুল করিম নিহত হওয়ার ঘটনায় আমি প্রচণ্ড মর্মাহত ছিলাম। কিন্তু যখন দেখলাম তার সহপাঠী থেকে শুরু করে সারাদেশের ছাত্রছাত্রীরা দোষীদের শাস্তি দাবি ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেছে, তখন গর্ববোধ করেছি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। দেশে থাকলে আমিই তোমাদের অটোগ্রাফ নেয়ার জন্য চলে আসতাম।

‘তোমাদের সাধুবাদ জানিয়ে বলতে চাই, তোমাদের দাবি কার্যকর হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নিহত পরিবারকে আর্থিক সহায়তা ছাড়াও নিরাপদ সড়ক আইন করতে আন্তরিকভাবে কাজ করছেন। ইতোমধ্যে অভিযুক্ত পরিবহনের রুট পারমিট বাতিল সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অবস্থায় তোমাদের কাছে বিনীত অনুরোধ করবো, ক্লাসে ফিরে পড়াশোনায় মনোনিবেশ করতে। তোমরা যা করেছ তা এদেশে ইতিহাস হয়ে থাকবে। এ অর্জন সফল হবে তোমাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার মাধ্যমে।

‘তোমাদের দাবি পূরণ হয়েছে এবং হচ্ছে। ব‍্যত‍্যয় ঘটলে আমাকে পাবে তোমাদের সাথে।’

সাকিবের এই স্ট্যাটাসের পর অনেকে সমালোচনা করে তার রাজনীতিতে আসার গুঞ্জন সামনে আনেন। পরে আরেকটি স্ট্যাটাস দিয়ে তাকে ভুল না বুঝতে অনুরোধ করেন দুই ফরম্যাটে বাংলাদেশ অধিনায়ক। লরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তাফা কামালের এক মন্তব্যে সাকিব আল হাসান ও মাশরাফি মর্তুজার রাজনীতিতে নামার গুঞ্জন তৈরি হয়েছিল৷ যদিও নিজের মন্তব্য পরে বদলে নিয়েছিলেন মন্ত্রী।

Comments

The Daily Star  | English

5 killed in Sirajganj road accident

The microbus-autorickshaw collision took place on a local road in Kamarkhand upazila

26m ago