ভারতকে ইতিহাস গড়তে দেননি স্টোকস
ভারতের সামনে ছিল ইতিহাসের হাতছানি, প্রথম এশিয় দল হিসেবে এজবাস্টনে টেস্ট জেতা। দুর্দান্ত খেলা বিরাট কোহলিই হতে পারতেন নায়ক। কিন্তু সব ছাপিয়ে শেষের নায়ক হয়েছেন বেন স্টোকস। দুর্দান্ত বোলিং করে এই অলরাউন্ডার জিতিয়েছেন ইংল্যান্ডকে।
নিজেদের ১ হাজারতম টেস্ট ৩১ রানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে ইংল্যান্ড।
হাত ৫ উইকেট নিয়ে ৮৪ রান দরকার ছিল ভারতের। ৪৩ রানে অপরাজিত কোহলি দিচ্ছিলেন আশার পালে হাওয়া। কিন্তু ফিফটি তুলার পরই তাকে আউট করে দেন স্টোকস। তাতে ধসে পড়ে যেন ভারতও। এর আগে দীনেশ কার্তিককে আউট করেন জেমস আন্ডারসন।
৩১ রান করে প্রতিরোধ গড়া হার্দিক পান্ডিয়াকেও ফেরান স্টোকস। ভারত থেমে যায় ১৬২ রানে। দুই ইনিংস মিলিয়ে দুইশ রান করা কোহলির কাছ থেকে হিরো হওয়ার ব্যাটল কেড়ে নিয়ে জয়ৎসব করেন স্টোকস। ম্যাচ সেরা অবশ্য স্যাম কারান। দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ৬৩ রান আর বল হাতে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট। ইংল্যান্ডের জয়ে মূল ভূমিকা তারই।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৮৭
ভারত ১ম ইনিংস: ২৭৪
ইংল্যান্ড ২য় ইনিংস: ১৮০
ভারত ১ম ইনিংস:(লক্ষ্য ১৯৪) ৫৪.২ ওভারে ১৬২ (আগের দিন ১১০/৫)(কোহলি ৫১, কার্তিক ২০, পান্ডিয়া ৩১, শামি ০, ইশান্ত ১১, উমেশ ০*; অ্যান্ডারসন ২/৫০, ব্রড ২/৪৩, স্টোকস ৪/৪০, কারান ১/১৮, রশিদ ১/৯)।
ফল: ইংল্যান্ড ৩১ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ১-০তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: স্যাম কারান
Comments