বার্নিকাটের গাড়িতে হামলার কথা জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটকে বহনকারী গাড়িতে গতকাল মোহাম্মদপুর এলাকায় হামলা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তারা বলেছে, দূতাবাসের নিজস্ব যে গাড়িটি হামলার শিকার হয় হয় সেটাতে রাষ্ট্রদূত ছিলেন।
এতে আরও বলা হয়, হামলাকারীরা অস্ত্রধারী ছিল এবং প্রাপ্ত বয়স্ক। তাদের মধ্যে কয়েকজন মোটরসাইকেলে ছিল। তবে রাষ্ট্রদূত, গাড়ি চালক ও তার নিরাপত্তায় নিয়োজিতরা অক্ষত থাকলেও বহরের নিরাপত্তার জন্য থাকা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্র দূতাবাস আরও বলেছে, ‘ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে দ্রুততা ও পেশাদারিত্বের সঙ্গে ব্যবস্থা নিয়েছে আমরা তার প্রশংসা করছি।’
Comments