শেষ মুহূর্তের গোলে মিলানের কাছে হারল বার্সেলোনা

এসি মিলানের কাছে হেরে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন কাপ শেষ করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। শনিবার ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হারতে হয় দলটিকে। ফলে ০-১ গোলের হার নিয়ে দেশে ফিরছে স্প্যানিশ চ্যাম্পিয়নীো।

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রস্তুতিমূলক এ আসরে দলের সেরা তারকাদের বিশ্রামে রেখে তরুণ দল নিয়ে খেলেছে বার্সেলোনা। তবে তাতে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি দলটি। তিন ম্যাচের একটিতেও নির্ধারিত সময়ে জয় পায়নি তারা। প্রথম ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে টাই-ব্রেকারে জয় পেয়েছিল বার্সা। 

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে মিলান শিবিরকে। কিন্তু গোলের দেখা পায়নি। বেশ কিছু সহজ সুযোগ পেয়েছিলেন সদ্য বার্সায় যোগ দেওয়া ম্যালকম। ৪০ মিনিটে তো তার শট বারে লেগে ফিরে আসে। তবে গোলের দেখা না পাওয়ায় হতাশা নিয়েই বিরতিতে যায় দলটি।

বিরতির পরও একই চিত্র। তবে এ অর্ধে কিছুটা গোছানো ফুটবল খেলে মিলান। বার্সেলোনার আক্রমণ সামলে মাঝে মধ্যেই কাউন্টার অ্যাটাকে যায় তারা। ফলাফলটা পায় একে বারে ম্যাচের শেষে। যোগ করা সময়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে আন্দ্রে সিলভাকে ফাঁকায় বল দেন ফ্র্যাঙ্ক ক্যাসি। তা থেকে বল জালে জড়াতে কোন ভুল করেননি সিলভা। 

প্রস্তুতি ম্যাচের এটাই মিলানের প্রথম জয়। এর আগে টটেনহ্যামের সঙ্গে হারে দলটি। প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে টাই-ব্রেকারে হেরেছিল দলটি। ২০ আগস্ট সিরিএ'র ম্যাচে জেনোয়াকে আতিথ্য দিয়ে মৌসুম শুরু করবে ইতালির ক্লাবটি। আর সুপার কোপার ফাইনালে ১৩ আগস্ট সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।

Comments

The Daily Star  | English

Iran launches waves of missiles at Israel in response to airstrikes

"In the last hour, dozens of missiles have been launched at the state of Israel from Iran, some of which were intercepted," the Israeli military said.

6m ago