বাস চলাচল শুরু, যাত্রী কম
প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। গতকাল রাতে বাস চালানোর সিদ্ধান্ত আসার পর দূরপাল্লা ও রাজধানীর ভেতরে বাস চলাচল শুরু হয়। তবে ঢকার ভেতরে স্বল্প সংখ্যক বাস চলাচল করতে দেখা গেছে। যাত্রীর সংখ্যাও তুলনামূলকভাবে কম।
রাজধানীর কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে বাস চলাচল বন্ধ রেখেছিল বাস মালিক ও পরিবহন শ্রমিকরা।
শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, দূরপাল্লার পাশাপাশি রাজধানীর ভেতরেও বাস চলছে। তবে বাস যাত্রীর সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে কম বলেও জানান তিনি।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেন, শহরের ভেতরে বাস চললেও সংখ্যায় স্বল্প। আমরা সব অপেরেটরকেই বাস চালাতে বলেছি। কিন্তু বেশ কয়েকদিন বন্ধ থাকায় অনেক বাস মালিক ও চালক তাদের গ্রামের বাড়িতে চলে গেছেন। এছাড়াও ফিটনেসে সমস্যা থাকায় অনেকেই বাস নামাচ্ছেন না।
নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঢাকার রাস্তায় নেমে আসার পর ‘নিরাপত্তাহীনতার’ কথা বলে বাস চলাচল বন্ধ করে দিয়েছিলেন পরিবহন মালিকরা। তবে পরিবহন ধর্মঘটের কথা তারা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি।
আন্দোলন চলাকালে রাজধানীজুড়ে বেশ কিছু বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এসময়ের মধ্যেও বাস চাপায় মৃত্যু থামেনি।
Comments