আগুয়েরোর জোড়া গোলে কমিউনিটি শিল্ড জিতল ম্যানসিটি
ম্যানচেস্টার সিটি ক্যারিয়ারে নিজের ২০০তম গোল করেও থামেননি সের্জিও আগুয়েরো। এরপরও করেছেন আরেকটি। তার জোড়া গোলেই কমিউনিটি শিল্ড শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। রোববার চেলসিকে ২-০ গোলে হারিয়ে ছয় বছর আবার শিরোপা পুনরুদ্ধার করে ইংলিশ চ্যাম্পিয়নরা।
মাঠে নামার আগে সাম্প্রতিক ইতিহাস ছিল ম্যানসিটির বিপক্ষে। শেষ চার বছরই এ শিরোপা জিতেছে এফএ কাপ জয়ীরা। ২০১৩ সালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড শেষবার লিগ শিরোপাধারী হিসেবে কমিউনিটি শিল্ড জেতার পর এবার জিতল সিটিজেনরা। নতুন মৌসুমের প্রথম শিরোপা বগলদাবা করার দিনে ম্যানসিটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন তারকা আগুয়েরো।
ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেন আগুয়েরো। ১৩ মিনিটে মিডফিল্ডার ফিল ফডেনের পাস থেকে বল জালে জড়িয়ে মাইলফলক স্পর্শ করেন এ আর্জেন্টাইন। দলের ও নিজের দ্বিতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে। এবার বের্নার্দো সিলভার পাস থেকে কোণাকুণি শটে লক্ষ্যভেদ করেন আগুয়েরো। হ্যাটট্রিকও হতে পারতো। ৭১ মিনিটে তার দারুণ এক শট ফিরিয়ে দেন চেলসির আর্জেন্টাইন গোলরক্ষক উইলি কাবায়েরো। অবশ্য ৫০ মিনিটেও আগুয়েরোর দারুণ প্রচেষ্টা রুখে দিয়েছিলেন এ গোলরক্ষক।
এর আগে চারটি করে কমিউনিটি শিল্ড শিরোপা জিতেছিল চেলসি ও সিটি দুই দলই। এবার চেলসিকে টপকে গেল পেপ গার্দিওলার দল। একই সঙ্গে ১৯৭০ সালের পর প্রথমবার ওয়েম্বলিতে টানা তিনটি ম্যাচ জিতল সিটি। গত মৌসুমে লিগ কাপের ফাইনালে ৩-০ গোলে আর্সেনালকে হারানোর পর প্রিমিয়ার লিগে টটেনহ্যামকে ৩-০ গোলে হারিয়েছিল দলটি।
Comments