পশ্চিমবঙ্গে আটক ৪ বাংলাদেশি কিশোরকে দেশে প্রেরণ
কয়েক মাস আটক থাকার পর ঘরে ফিরেছে পশ্চিমবঙ্গে আটক চার বাংলাদেশি কিশোর। আজ (৭ আগস্ট) পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তের হিলি সীমান্ত দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
দুই বছর আগে বাংলাদেশ মৌলভীবাজার এলাকায় দালালের খপ্পরে পড়ে হিলি সীমান্ত দিয়ে ভারতের অনুপ্রবেশ করায় সময় আটক করা হয় এক কিশোরকে।
আরেক কিশোর গত বছর হিলি সীমান্তের দুর্গাপুর বিওপি দিয়ে অনুপ্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে।
তিন বন্ধু সাগর, খোকন এবং ইমনের সঙ্গে কাজের সন্ধানের হিলি সীমান্ত দিয়ে ভারতের প্রবেশ করার সময় আটক হয় ১৪ বছরের আরেক কিশোর।
একইভাবে গত বছর জুলাই মাসের ১৬ বছরের এক কিশোর উদ্ধার হয় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বাসস্ট্যান্ড এলাকা থেকে।
আজ ওই চার কিশোরকে বাংলাদেশে তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয় বলে জানালেন দক্ষিণ দিনাজপুর জেলার চাইল্ড লাইনের কর্মকর্তা সূরজ দাস।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, দুই দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে চার শিশুকে বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার সময় একটি হৃদয়বিদারক ঘটনাও ঘটে। দীর্ঘদিন পর নিজের বাবা-মা স্বজনদের কাছে যেতে পেরে কান্নায় ভেঙে পড়ে ওই শিশুরা- যোগ করেন সূরজ দাস।
এদিন সীমান্তে এই প্রত্যাবর্তনের সময় সহকারী বিচারপতি তথা দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক সৌমেন্দ্রনাথ রায়, শুভায়ন হোমের সুপার দাওয়া দরজি শেরপা, পি ও আই সি সুবোধ দাস এবং বাংলাদেশের হিলি থানার ওসি আফতাব হোসেনও উপস্থিত ছিলেন।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের শুভায়ন সংশোধনাগারে এখনও ২২জন বাংলাদেশি শিশু-কিশোর দেশে ফেরার দিন গুনছে।
এদিকে, কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা বি এম জামাল হোসেন জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আটক সব বাংলাদেশি শিশু-কিশোরদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা চলছে। খুব শিগগিরই তাদের দেশে ফেরত পাঠানো হবে।
Comments