দাপট দেখাচ্ছেন টম ক্রুজ

টানা দুই সপ্তাহ উত্তর আমেরিকার বক্স অফিসে দাপট দেখাচ্ছেন টম ক্রুজ তার ‘মিশন ইম্পসিবল ফলআউট’ নিয়ে। বিশ্বখ্যাত বিনোদন পত্রিকাগুলোতে ছবিটি সম্পর্কে ইতিবাচক প্রতিবেদন ছাপা হওয়ায় হলিউডপ্রেমীদের এখন মূল আকর্ষণ হয়ে উঠেছেন ক্রিস্টোফার ম্যাককুয়ারি ও তার দল।
Fallout
‘মিশন ইম্পসিবল ফলআউট’ এ অভিনেতা টম ক্রুজ। ছবি: সংগৃহীত

টানা দুই সপ্তাহ উত্তর আমেরিকার বক্স অফিসে দাপট দেখাচ্ছেন টম ক্রুজ তার ‘মিশন ইম্পসিবল ফলআউট’ নিয়ে। বিশ্বখ্যাত বিনোদন পত্রিকাগুলোতে ছবিটি সম্পর্কে ইতিবাচক প্রতিবেদন ছাপা হওয়ায় হলিউডপ্রেমীদের এখন মূল আকর্ষণ হয়ে উঠেছেন ক্রিস্টোফার ম্যাককুয়ারি ও তার দল।

গোয়েন্দাকাহিনি-ভিত্তিক এমআই সিরিজের এই ষষ্ঠ কিস্তিটি গত ২৭ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পর এখন পর্যন্ত মোট আয় করেছে ৩৩৪ মিলিয়ন ডলারের বেশি। টম ক্রুজের ১৭৮ মিলিয়ন ডলারের ‘ফলআউট’ চলচ্চিত্র পর্যালোচনা প্রতিষ্ঠান আইএমডিবি ও রটেন টম্যাটো উভয়ের জরিপে ১০ এর মধ্যে পেয়েছে ৮.৩।

বিনোদন ম্যাগাজিন ‘ভ্যারাইটি’-র মতে, ‘ফলআউট’ হচ্ছে এমআই সিরিজের সবচেয়ে এক্সাইটিং মুভি। এন্টারটেনমেন্ট উইকলি’র মন্তব্য, ‘টম ক্রুজ এখনো হলিউডের সবচেয়ে আগ্রাসী অভিনেতা।’

চলতি সপ্তাহে বক্স অফিসে ‘ফলআউট’-এর পর প্রথম পাঁচে রয়েছে যথাক্রমে ফ্যান্টাসি কমেডি ড্রামা ‘ক্রিস্টোফার রবিন’, অ্যাকশন কমেডি মুভি ‘দ্য স্পাই হু ডাম্পড মি’, মিউজিক্যাল রোমান্টিক কমেডি ‘মামা মিয়া! হেয়ার উই গো অ্যাগেইন’ এবং থ্রিলার সিরিজ ‘দ্য ইকুয়ালাইজার’ এর দ্বিতীয় কিস্তি ‘দ্য ইকুয়ালাইজার টু’।

Comments