শাটল ট্রেনের নিচে দুই পা হারালেন চবি ছাত্র
বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের শাটল ট্রেনের নিচে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের দুটি পা-ই কাটা পড়েছে। আজ সকালে চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
সমাজতত্ত্ব বিভাগের আহত মো. রবিউল আলমকে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা গুরুতর।
ষোলশহরের স্টেশন মাস্টার মো. শাহাবুদ্দিন জানান, সকাল সোয়া ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। রেললাইন পার হওয়ার সময় পিছলে পড়ে যাওয়ায় তার পায়ের ওপর দিয়ে ট্রেন চলে যায়।
Comments