আয়ারল্যান্ডে মুমিনুলের দ্যুতিতে জিতল 'এ' দল

অনেকদিন থেকেই টেস্ট খেলোয়াড়ের তকমা মুমিনুল হকের গায়ে। টেস্টে নিয়মিত হলেও জাতীয় দলের জার্সিতে ওয়ানডে বা টি-টোয়েন্টিতে মেলে না সুযোগ। কিন্তু সীমিত ওভারের খেলাতেও যে তার সমান সামর্থ্য আছে তা দেখালেন আয়ারল্যান্ড সফরে। আয়ারল্যান্ড-এ দলের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে মুমিনুল খেলেছেন ১৮২ রানের দুর্দান্ত এক ইনিংস। তাতে বড় জয়ে সিরিজে এগিয়ে গেছে 'এ' দল।
ছবি: ক্রিকেট আয়ারল্যান্ড

অনেকদিন থেকেই টেস্ট খেলোয়াড়ের তকমা মুমিনুল হকের গায়ে। টেস্টে নিয়মিত হলেও জাতীয় দলের জার্সিতে ওয়ানডে বা টি-টোয়েন্টিতে মেলে না সুযোগ। কিন্তু সীমিত ওভারের খেলাতেও যে তার সমান সামর্থ্য আছে তা দেখালেন আয়ারল্যান্ড সফরে। আয়ারল্যান্ড-এ দলের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে মুমিনুল খেলেছেন ১৮২ রানের দুর্দান্ত এক ইনিংস। তাতে বড় জয়ে সিরিজে এগিয়ে গেছে 'এ' দল। 

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ ভীষণ হতাশার কেটেছে মুমিনুলের। 'এ' দলের হয়ে আয়ারল্যান্ড সফরে গিয়েই রান পাচ্ছেন তিনি। ডাবলিনে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মুমিনুলই। তাতে মুমিনুল নিজে ১৮২, জাকির হাসানের ৭৯ ও মোহাম্মদ মিঠুনের ৮৯ রানে ৩৮৫ রানের পাহাড় গড়ে বাংলাদেশ-এ দল। জবাবে ৩০১ রানে থামে স্বাগতিকদের ইনিংস। 

ওপেনার মিজানুর রহমানকে ৬ রানেই হারিয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে দ্বিতীয় উইকেটেই চেহারা বদলে যায় দলের। আরেক ওপেনার জাকির হাসানকে নিয়ে দুইশো ১০ রানের দারুণ এক জুটি গড়েন অধিনায়ক মুমিনুল।

৭৯ রান করে জাকিরের আউটে ভাঙে এই জুটি। পরে চারে নামা মিঠুনকে নিয়ে আরেকটি শতরানের জুটি গড়েন মুমিনুল। ৩২৮ রানে গিয়ে মুমিনুলের রান আউটে ভাঙে সে জুটি। ১৩৩ বলের ইনিংসে এই বাঁহাতি ব্যাটসম্যান মেরেছেন ২৭টি চার ও তিন ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশের বাইরে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসই এটি। 

শেষ দিকে তান্ডব চালিয়েছেন মিঠুন। ৫১ বলে ৮৬ রান করে অপরাজিত থেকে যান তিনি। 

বিশাল লক্ষ্যে নেমে বালবার্নির সেঞ্চুরি, টমসন ও সিমির ঝলকেও জয়ের কাছে যেতে পারেনি আইরিশরা। বাংলাদেশের হয়ে ৭৩ রানে ৩ উইকেট নেন সৈয়দ খালেদ আহমদ, শরিফুল ইসলাম পেয়েছেন ৫৩ রানে ২ উইকেট। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’: ৫০ ওভারে ৩৮৫/৪ (মিজানুর ৪, জাকির ৭৯, মুমিনুল ১৮২, মিঠুন ৮৬, আল আমিন ১৯, আফিফ ২*; ম্যাকব্রাইন ১/৪৫, কেইন ০/৮৭, চেইস ১/৮৪, ডেলানি ১/৭৫, টমসন ০/২৭, ডকরেল ০/৬৪)।

আয়ারল্যান্ড উলভস: ৪৬.১ ওভারে ৩০১ (শ্যানন ২, ম্যাককলাম ৪২, বালবার্নি ১০৬, টমসন ৪২, সিমি ৫৩, মাকব্রাইন ১২, ডকরেল ১০, টাকার ০, কেইন ৬, ডেলানি ৭, চেইস ৮*; খালেদ ১০-০-৭৩-৩, শরিফুল ৯-১-৫৩-২, সাইফ উদ্দিন ৮.১-১-৩৫-২, ফজলে রাব্বি ১০-০-৪৭-৩, তাসকিন ৫-০-৪৫-০, আফিফ ৪-০-৪৩-০)।

ফল: বাংলাদেশ ‘এ’ ৮৪ রানে জয়ী

সিরিজ: ৫ ম্যাচ সিরিজে বাংলাদেশ ‘এ’ ২-১ ব্যবধানে এগিয়ে

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka-dwellers continues to deplete at a dramatic rate and threatens to disappear far below the ground.

2h ago