বার্সেলোনায় আরও এক মৌসুম থাকছেন ডেম্বেলে
ম্যালকম দলে যোগ দেওয়ার পর থেকেই বার্সেলোনায় নিজের অনিশ্চয়তা দেখছেন ওসমান ডেম্বেলে। তাই ক্লাব ছাড়ার কথা জানিয়েছিলেন এ ফরাসী তারকা। কিন্তু আপাতত বার্সেলোনা ছাড়ার ভাবনা থেকে সরে এসেছেন বিশ্বকাপ জয়ী এ তারকা। এমনটাই জানিয়েছেন দলটির প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ।
ডেম্বেলের দল ছাড়তে চাওয়ার আলোচনার পর থেকেই তাকে কিনতে আগ্রহ দেখায় ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসিসহ বেশ কিছু দল। তবে সম্প্রতি তাকে কিনতে আগ্রহ দেখিয়েছিল আর্সেনাল। ৮৯ মিলিয়ন পাউন্ডের অফারও তৈরি করেছিল বলেই সংবাদ প্রকাশ হয়েছে ইংলিশ গণমাধ্যমে।
কিন্তু ডেম্বেলে আর্সেনালের এ অফার গ্রহণ করবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে স্প্যানিশ দৈনিক মুন্ডো দিপার্তিভো। ডেম্বেলের বার্সেলোনায় থেকে যাওয়ার কথা নিশ্চিত করে বার্তোমেউ বলেন, ‘সে ন্যু ক্যাম্পে আরও এক বছর থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
গত মৌসুমে নেইমার দল ছাড়ার পর তাড়াহুড়ো করেই বুরুশিয়া ডর্টমুন্ড থেকে ডেম্বেলেকে কিনে আনে বার্সেলোনা। তাকে কিনতে বেশ বড় অংকই খরচ করে দলটি। ১৩৫.৫ মিলিয়ন পাউন্ডে যা তখনকার ইতিহাসের তৃতীয় বৃহৎ ট্রান্সফার। তবে নতুন ক্লাবে যোগ দেওয়ার কিছু দিন পরই লম্বা ইনজুরিতে পড়েন তিনি। ফলে গত মৌসুমের প্রায় অধিকাংশ সময়ই ছিলেন মাঠের বাইরে। নিজেকে প্রমাণ করার তেমন কোন সুযোগ হয়নি তার।
তার উপর কৌতিনহো যোগ দেওয়ার পর এমনিতেই জায়গাটা নড়বড়ে হয়ে গিয়েছিল ডেম্বেলের। এরপর চলতি মৌসুমে ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যালকম যোগ দেওয়ার পর ম্যাচ পাওয়া নিয়েই হুমকিতে পরে গেছেন তিনি। কারণ দুই জনই খেলেন একই পজিশনে। তবে শেষ পর্যন্ত আরও এক মৌসুম থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ২১ বছর বয়সী এ তারকা।
Comments