চারদিক

জোলির জন্যে ঋণের জালে ব্র্যাড পিট!

দুদিন আগে গণমাধ্যমে খবর এসেছিলো- হলিউডের শীর্ষ অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে শীর্ষ অভিনেতা ব্র্যাড পিটের বিবাহ বিচ্ছেদের পর সন্তানদের ভরণপোষণের দায়িত্ব ঠিক মতো পালন করছেন না পিট। সেই খবরের প্রতিবাদের পাশাপাশি পিটের পক্ষ থেকে দেওয়া হয় ভিন্ন বার্তা।
Brad Pit and Angelina Jolie
এক সময়ের আলোচিত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতি। ছবি: সংগৃহীত

দুদিন আগে গণমাধ্যমে খবর এসেছিলো- হলিউডের শীর্ষ অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে শীর্ষ অভিনেতা ব্র্যাড পিটের বিবাহ বিচ্ছেদের পর সন্তানদের ভরণপোষণের দায়িত্ব ঠিক মতো পালন করছেন না পিট। সেই খবরের প্রতিবাদের পাশাপাশি পিটের পক্ষ থেকে দেওয়া হয় ভিন্ন বার্তা।

‘বেনজামিন বাটন’-খ্যাত অভিনেতা গতকাল (৮ আগস্ট) লস অ্যাঞ্জেলেস আদালতে ক্ষোভ ঝেড়েছেন জোলির বিরুদ্ধে। আইনজীবীর মাধ্যমে অভিনেতা পিট জানান, বিচ্ছেদের পর ছেলে-মেয়েদের দেখভাল নিয়ে জোলি যে অভিযোগ করছেন তা তো সঠিক নয়ই, বরং জোলির জন্যে ঋণের জালে জড়িয়ে পরেছেন তিনি।

পিটের ভাষ্য, ২০১৬ সালে ‘ব্র্যাঞ্জেলিনা’ সংসার ভেঙ্গে যাওয়ার পর ১.৩ মিলিয়ন ডলারের বেশি তিনি খরচ করেছেন জোলি ও ছয় বাচ্চার বিভিন্ন আবদার মেটাতে।

এছাড়াও, জোলির জন্যে একটি নতুন বাড়ি কিনতে পিটকে ঋণ করতে হয়েছে আট মিলিয়ন ডলার।

তবে সেসব কথাকে মিথ্যা-জালিয়াতি বলে উড়িয়ে দিয়েছে জোলির আইনজীবী। তিনি বলেন, পিট যে ঋণের কথা বলছেন সেই ঋণের সুদ শোধ করতে হয় ‘সল্ট’-অভিনেত্রীকেই। শুধু কী তাই, সন্তানদের অধিকাংশ খরচই মেটাতে হচ্ছে তাকে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট আদালতে অস্কারবিজয়ী অভিনেত্রী জোলি অভিযোগ করেন যে তাদের সন্তানদের খরচ ঠিক মতো মেটাচ্ছেন না ব্র্যাড পিট। এরপরই, বিষয়টি নিয়ে বাকযুদ্ধে জড়িয়ে পড়ে এক সময়ের আলোচিত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতি।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

8h ago