শেষ মুহূর্তে গডিনে হাত বাড়িয়েছেন মরিনহো
আর মাত্র এক দিন বাকি। এরপরই শেষ হচ্ছে ইংলিশ লিগের দল বদলের সময়। এর মধ্যেই দল গুছিয়ে নিয়েছে ইংলিশ ক্লাবগুলো। তবে শেষ মুহূর্তে অ্যাতলেটিকো মাদ্রিদের অধিনায়ক দিয়েগো গডিনের দিকে হাত বাড়িয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। এমন সংবাদই প্রকাশ করেছে ইংলিশ সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টস।
বেশ কয়েক বছর ধরেই ইংলিশ লিগে বলার মতো তেমন কিছুই করতে পারছে না ম্যানইউ। আক্রমণভাগ যেমন তেমন, ডিফেন্সে বড় ফাটল ধরা পড়ছে বরাবরই। তাই নতুন মৌসুমে ভালো কিছু করতে ভালো মানের ডিফেন্ডার খুঁজছেন দলের কোচ হোসে মরিনহো। লেস্টার সিটির হ্যারি মাগুইরকে কিনতে উঠে পরে লেগেও পাচ্ছেন না তাকে।
তালিকায় ছিল বার্সেলোনার ইয়েরি মিনাও। কিন্তু বর্তমানে আরেক ইংলিশ ক্লাব এভারটনে খেলার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। এছাড়া বায়ার্ন মিউনিখের জেরোমি বোয়েটাং, টটেনহ্যামের তবি অলডারউইরল্ডও মরিনহোর চাহিদায় ছিলেন। কিন্তু তাদের কাউকে না পেয়ে এবার গডিনকে পেতে চাইছেন এ পর্তুগিজ।
চলতি বছরে মরিনহো অবশ্য তিন জন খেলোয়াড় কিনেছেন। ফ্রেড, দিয়াগো ডালট এবং লি গ্রান্ট। কিন্তু অনেক চেয়েও একজন সেন্টার ব্যাক কিনতে পারেননি। তাই দারুণ ছন্দে থাকা গডিনের রিলিজ ক্লজ ১৮ মিলিয়ন পাউন্ড দিয়েই কিনতে চাইছেন মরিনহো। এখন দেখার বিষয় রেড ডেভিলদের হয়ে খেলার ইচ্ছা পোষণ করেন কি না ৩২ বছর বয়সী এ উরুগুইয়ান।
বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডারই মানা হয় গডিনকে। উরুগুয়ের হয়ে ১২২টি ম্যাচ খেলেছেন তিনি। খেলেছেন তিনটি বিশ্বকাপ ও চারটি কোপা আমেরিকা। ২০১১ সালের কোপা জয়ে রেখেছেন মুখ্য ভূমিকা। ক্লাব ক্যারিয়ারের অধিকাংশ সময়ই খেলেছেন স্পেনে। ২০১০ সালে ভিয়ারিয়াল ছেড়ে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দেন। এর মধ্যেই এ ক্লাবের হয়ে খেলেছেন ৩৫০টি ম্যাচ।
Comments