দল নির্বাচনে হাথুরুসিংহের মতই ক্ষমতা থাকছে রোডসের

সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের সময় দুই স্তরের দল নির্বাচনের অভূতপূর্ব নিয়ম চালু করে বিসিবি। হাথুরুসিংহে গেলেও থেকে গেছে তার সময়কার নিয়ম। নতুন কোচ স্টিভ রোডসও দল নির্বাচনা সরাসরি ভূমিকায় থাকবেন।
Steve Rhodes-Shakib Al Hasan
কোচ স্টিভ রোডস, টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের সময় দুই স্তরের দল নির্বাচনের অভূতপূর্ব নিয়ম চালু করে বিসিবি। হাথুরুসিংহে গেলেও থেকে গেছে তার সময়কার নিয়ম। নতুন কোচ স্টিভ রোডসও দল নির্বাচনা সরাসরি ভূমিকায় থাকবেন।

২০১৬ সালে ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান, কোচ , ম্যানেজার ও তিন নির্বাচক নিয়ে গড়া হয় নির্বাচক প্যানেল। বর্তমানে দুই নির্বাচক মিনহাজুল আবেদিন ও হাবিবুল বাশার থাকছেন। আগেই সরে গেছেন আরেক নির্বাচন সাজ্জাদ আহমেদ।

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফেরার পর স্টিভ রোডসের সঙ্গে বৈঠক করেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। দল নির্বাচনে আগে যে পদ্ধতি ছিল সেটিই থাকছে বলে স্পষ্ট করেন তিনি, ‘আগে যা ছিল, সেই পদ্ধতিই থাকছে। নির্বাচন পদ্ধতি যা ছিল, একটা কমিটি থাকবে যেটির প্রধান থাকবেন ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান। পাশাপাশি কোচ, ম্যানেজার এবং নির্বাচকদের কম্বিনেশনে হবে।’

 ‘এখানে মনে রাখতে হবে, কোন ধরণের খেলা, কি ধরণের পিচ, কেমন কন্ডিশনে খেলা হবে, এসব কোচ বলে দেবে। নির্বাচকরা তার পর দল নির্বাচন করে পাঠাবে। চূড়ান্ত একাদশ কিন্তু অধিনায়কের। ওখানে নির্বাচক বা আমাদের কিছু বলার নেই। সেরা একাদশ মূলত অধিনায়ক আর কোচ ঠিক করবেন।’

Comments

The Daily Star  | English

Egg supplies take a hit

Wholesalers in Tejgaon, Ctg’s Pahartali halt selling

45m ago