‘বেপরোয়া’ ববির সঙ্গে রোশান
আসছে ঈদে রূপালি পর্দায় ‘বেপরোয়া’ হয়ে আসছেন ববি আর রোশান। অ্যাকশন-রোমান্স ঘরানার এই ছবিটি পরিচালনা করেছেন কলকাতার রাজা চন্দ। ‘বেপরোয়া’ তার পরিচালনায় প্রথম বাংলাদেশি চলচ্চিত্র।
ছবিটিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, তারিক আনাম খান, নিমা রহমান, শহিদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, রেবেকা প্রমুখ।
সম্প্রতি, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউবে প্রকাশ করা হয়েছে ‘বেপরোয়া’ ছবির টিজার। দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে এটি।
ছবিটি দেখার জন্য আগামী ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ববি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ছবির টিজার দেখার পর সবার কাছ থেকে এতো এতো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ায় ভীষণ আনন্দিত হয়েছি। ঈদে আমার পাশে থাকার জন্য দর্শকদের অনুরোধ জানাচ্ছি। সবাই সিনেমা হলে গিয়ে ছবিটা দেখবেন এটা আশা করি।”
রোশান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমাদের ‘বেপরোয়া’ ছবির ট্যাগ লাইন হচ্ছে ফ্যামিলি ফার্স্ট। এর মানে, ছবির গল্পে দেখা যাবে একটি ছেলে প্রথমে তার পরিবারের প্রতি আন্তরিক। এক সময় সেই আবার বেপরোয়া হয়ে উঠে।”
Comments