রিয়াল ছাড়তে চাইছেন মদ্রিচও?
রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের সেরা ভরসার নাম লুকা মদ্রিচ। ক্রিস্তিয়ানো রোনালদো ক্লাব ছাড়ার পর তো রিয়ালের সেরা তারকাই এখন তিনি। বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে উঠিয়ে গোল্ডেন বল জিতে আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। অথচ এই রমরমা সময়েই নাকি ছাড়তে চান রিয়াল। কারণটা আর কিছু নয়, বেতন নিয়ে নাকি ঠিক বনিবনা হচ্ছে না তার।
বিশ্বের এক নম্বর ক্লাবের দিনকাল আসলেই খারাপ যাচ্ছে। বিশ্বকাপের পর বড় কোন তারকাকে দলে ভেড়াতে পারেনি। অথচ ছেড়ে যেতে চাইছেন একের পর এক তারকা। চেলসি থেকে বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ী থিবো কর্তোয়াকে আনা গেছে বটে, তবে গোলবারের নিচে রিয়ালের বড় কোন সংকট ছিলই না। এখানে ভরসা হয়েই আছেন কাইলর নাভাস। কর্তোয়া এলেও ধারে মাতেও কোভাভিচ চলে গেছেন চেলসিতে।
গোলডটকমের খবর বলছে রোনালদোর মতো মদ্রিচও পাড়ি জমাতে চান ইতালিতে। ইন্টার মিলান থেকে নাকি পেয়েছেন বছরে ১০ মিলিয়ন ইউরোর বেতনের প্রস্তাব। বর্তমানে রিয়াল থেকে বছরে ৬৫ লাখ ইউরো বেতন পাওয়া মদ্রিচের জন্য প্রস্তাবটা নিঃসন্দেহে লোভনীয়।
মদ্রিচের মাথায় হিসাব নিকাশ আরও কিছু কারণে। বয়স হয়ে গেছে ৩২। ফর্মের তুঙ্গে থাকায় এখনি নিজের দামটা বাড়িয়ে নেওয়ার আদর্শ সময়। তবে রিয়ালও নাকি মদ্রিচের বেতন বাড়াতে তৈরি। মদ্রিচের বাইআউট ক্লজ ৭৫০ মিলিয়ন অঙ্কের মতো চূড়ায় তুলে রেখেছে রিয়াল। তবে মদ্রিচ নিজে যেতে চাইলে, আর প্রস্তাবটা বাড়তি থাকলে পথ একটা বেরিয়েই যাবে।
এদিকে এই দলবদলের গুঞ্জনে মুখ খুলেছেন সাবেক ক্রোয়েট তারকা রবার্ট জর্নি। তারমতে মদ্রিচের কোন বিকল্প খুঁজে পাবে না রিয়াল। দল বদলের বাজারে এখনো পর্যন্ত পিছিয়ে থাকা রিয়ালের সামনের মৌসুমে কি অবস্থা কৌতুহল নিয়ে অপেক্ষায় ভক্তরাও।
Comments