বার্সায় নাম্বার সেভেন কৌতিনহো
বার্সেলোনার নতুন জার্সি পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কৌতিনহো। আসছে মৌসুমে তাকে সাত নম্বর জার্সি পরে খেলতে দেখা যাবে।
চলতি বছরেই লিভারপুল থেকে বার্সেলোনায় পাড়ি জমান কৌতিনহো। লিভারপুলে ১০ নম্বর জার্সিতে নামলেও বার্সায় এসে পান ১৪ নম্বর জার্সি। ব্রাজিল জাতীয় দলে ১১ নম্বর জার্সিতে নামেন কৌতিনহো।
বার্সায় সর্বশেষ ৭ নম্বর জার্সিতে খেলেছিলেন তুরস্কের তারকা আরদা তুরান।
৭ নম্বর জার্সিতে বার্সেলোনায় বেশ কয়েকজন তারকা খেলে গেছেন। পর্তুগিজ তারকা লুইস ফিগো, সুইডিশ হেনরিক লারসন ও স্প্যানিশ তারকা ডেভিড ভিয়া এই জার্সিতে বার্সার হয়ে মাঠ মাতান।
কাতালান শিবিরে এসে সময়টা ভালোই কাটছে ব্রাজিলিয়ান তারকার। লা লিগা জেতায় ১৮ ম্যাচে ৮ গোল করে অবদান রাখেন তিনি।
ব্রাজিলের হয়ে বিশ্বকাপেও আলো ছড়িয়েছিলেন। দল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার আগে করেন দুই গোল। সামনের মৌসুমে বার্সেলোনার অন্যতম সেরা ভরসা হতে পারেন এই প্লেমেকার।
Comments