ইংলিশ পেসে লণ্ডভণ্ড ভারত

বৃষ্টির দাপটে লর্ডস টেস্টে প্রথম দিন কোন খেলাই হয়নি, দ্বিতীয় দিনে যা হলো তাতে ইংলিশ পেসারদের আগ্রাসন। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকসদের তোপের মুখে ভারতের ব্যাটিং লাইনআপ ধসে গেছে তিন অঙ্কের ঘর ছুঁয়েই।
শুক্রবার লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ভারত গুটিয়ে গেছে মাত্র ১০৭ রানে। খেলতে পেরেছ মাত্র ৩৫.২ ওভার। ভারতকে ধসিয়ে দিতে ২০ রানে ৫ উইকেট নিয়ে সবচেয়ে বড় অবদান অ্যান্ডারসন।
টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়ে উইকেটের সব সুবিধাই কাজে লাগিয়েছেন ইংলিশ পেসাররা। বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপ নিয়ে ইংলিশ পেসারদের স্যুয়িং, মুভমেন্টের জবাব ছিল না ভারতের কাছে।
প্রথম ওভারেই মুরালি বিজয়কে বোল্ড করে শুরু অ্যান্ডারসনের। খানিক পর লোকেশ রাহুলকে উইকেটের পেছনে ক্যাচ বানান অ্যান্ডারসন। দলের বিপর্যয়ে যখন দরকার ছিল জুটি। তখন আত্মঘাতী রান আউটে ইনিংস শেষ হয় চেতেশ্বর পুজারার। আগের টেস্টে ভারতের ত্রাতা অধিনায়ক বিরাট কোহলি এদিন প্রাথমিক প্রতিরোধ গড়েই ফেরেন ২৩ রান করে।
কিছুটা প্রতিরোধ এসেছে আজিঙ্কা রাহানে আর রবীচন্দ্র অশ্বিনের ব্যাট থেকে।
Comments