শেষ ম্যাচ হেরে আইরিশদের সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ ‘এ’

প্রথম ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। পরের চার ম্যাচে একবার বাংলাদেশ-এ দল জেতে তো পরের ম্যাচে জেতে আইরিশরা। এমন করতে করতে পাঁচ ম্যাচ সিরিজ শেষ হলো ২-২ সমতায়।
ছবি: ক্রিকেট আয়াারল্যান্ড

প্রথম ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। পরের চার ম্যাচে একবার বাংলাদেশ-এ দল জেতে তো পরের ম্যাচে জেতে আইরিশরা। এমন করতে করতে পাঁচ ম্যাচ সিরিজ শেষ হলো ২-২ সমতায়।

ডাবলিনে শেষ ম্যাচে অ্যান্ডি বালবার্নির দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশ এ দলকে ৮ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড-এ দল। বাংলাদেশের দেওয়া ২৮৪ রানের লক্ষ্য বালবার্নির অপরাজিত ১৬০ রানের ইনিংসে অনায়াসে টপকে যায় আইরিশরা।

শুক্রবার টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার মিজানুর রহমান ও জাকির হাসানকে হারায় বাংলাদেশ। আগের ম্যাচে ১৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলা মুমিনুল হক এদিনও ধরেছিলেন দলের হাল। তবে এবার আউট হন ফিফটির আগেই। ৬২ বলে ৪৬ রানে থামে তার ইনিংস।

বাংলাদেশের ইনিংসের বাকিপথে বড় ভূমিকা ফজলে রাব্বি ও মোহাম্মদ মিঠুনের। রাব্বি ৭৪ ও মিঠুন ৭৩ রান করে আউট হন।

জবাবে কেবল ওপেনার শ্যাননই ফিরেছেন দ্রুত। বাদবাকি সব আইরিশ ব্যাটসম্যানই ছড়ি ঘোরান বাংলাদেশের বোলারদের উপর। বালবার্নির ১৬০ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ৮৯ রান ম্যাকব্রেইনের ব্যাট থেকে। সেঞ্চুরির আগে তিনি ফিরলেও সিমি (২০*) কে নিয়ে খেলা শেষ করেই মাঠ ছাড়েন বালবার্নি। ১৪৪ বলে ১৮ চার আর দুই ছক্কার ইনিংসে মুমিনুলের আগের ম্যাচের বড় সেঞ্চুরির পালটা জবাবই যেন দিলেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ এ: ৫০ ওভারে ২৮৩/৮ (মিজানুর ২০, জাকির ১০, মুমিনুল ৪৬, শান্ত ১৫, মিঠুন ৭৩, ফজলে রাব্বি ৭৪, আল আমিন জুনিয়র ২২, সাইফ ৭, সানজামুল ২*, শরিফুল ২*; ম্যাকব্রাইন ৪১/০, কেনেডি ১/৪৫, চেইস ৫/৪২, ডেলানি ০/৫৭, সিমি ১/৪৩, গার্থ ১/৫৪)

আয়ারল্যান্ড উলভস: ৪৬.৪ ওভারে ২৮৫/২ (শ্যানন ৪, বালবার্নি ১৬০*, ম্যাকব্রাইন ৮৯, সিমি ২০*; খালেদ ০/৪৬, শরিফুল ১/৪৫, সানজামুল ১/৫৬, সাইফ ০/৬৭, ফজলে রাব্বি ০/৫২, আল আমিন জুনিয়র ০/১২, শান্ত ০/৬)

ফল: আয়ারল্যান্ড উলভস ৮ উইকেটে জয়ী

সিরিজ: ৫ ম্যাচ শেষ ২-২ সমতায়

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

11h ago