স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা
ঢাকার শেরে বাংলা নগরের কলেজ গেট এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের গাড়িতে একটি বেপরোয়া বাস ধাক্কা দিয়েছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক সপ্তাহ চলার মধ্যেই এই দুর্ঘটনা ঘটল।
শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক ইয়াদুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, দুর্ঘটনায় মন্ত্রীর গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও মন্ত্রী আহত হননি।
তিনি জানান, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে মিরপুর রোডের কলেজ গেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিউ ভিশন পরিবহনের বাসটি মতিঝিল যাচ্ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে একজন রোগীর সঙ্গে সাক্ষাৎ শেষে ধানমন্ডি যাচ্ছিলেন।
বাসটির চালক ইবরাহিম খলিল ইমন ও সহকারী মানিককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে বাসটিকেও জব্দ করেছে পুলিশ। এ ব্যাপারে ট্রাফিক পরিদর্শক (পশ্চিম) ইখলাসুর রহমান বাদী হয়ে চালক ও তার সহকারীর বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় মামলা করেছেন।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই ট্রাফিক সপ্তাহ শুরু করার ঘোষণা এসেছিল পুলিশের পক্ষ থেকে। গত ৫ আগস্ট থেকে শুরু হওয়া ট্রাফিক সপ্তাহ চলবে ১১ আগস্ট পর্যন্ত।
Comments