‘দানব’ পগবায় মজেছেন মরিনহো

প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে স্বস্তির জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২-১ গোলের দারুণ এ জয়ে উজ্জ্বল ছিলেন ফরাসী তারকা পল পগবা। বিশ্বকাপ জয়ী এ তারকায় দারুণ মুগ্ধ দলের কোচ হোসে মরিনহো। ম্যাচে তার পারফরম্যান্সকে দানবীয় বললেন এ পর্তুগিজ কোচ। অথচ মাঠে এবং মাঠের বাইরের কিছু বিচ্ছিন্ন ঘটনায় গত মৌসুম থেকেই পগবার উপর কিছুটা বিরক্তই ছিলেন মরিনহো।

প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে স্বস্তির জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২-১ গোলের দারুণ এ জয়ে উজ্জ্বল ছিলেন ফরাসী তারকা পল পগবা। বিশ্বকাপ জয়ী এ তারকায় দারুণ মুগ্ধ দলের কোচ হোসে মরিনহো। ম্যাচে তার পারফরম্যান্সকে দানবীয় বললেন এ পর্তুগিজ কোচ। অথচ মাঠে এবং মাঠের বাইরের কিছু বিচ্ছিন্ন ঘটনায় গত মৌসুম থেকেই পগবার উপর কিছুটা বিরক্তই ছিলেন মরিনহো।

২০১৬ সালে রেকর্ড ৮৯ মিলিয়ন পাউন্ডে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টারে আসেন পগবা। কিন্তু ম্যানইউতে নাম লেখানোর পর সেভাবে জ্বলে উঠতে পারেননি। মরিনহোর সঙ্গে সম্পর্কটা ভালো না থাকায় চলতি মৌসুমে তো দলই ছাড়তে চেয়েছিলেন। বার্সেলোনার সঙ্গে আলোচনাও অনেক এগিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এ ফরাসী।

তবে গত বিশ্বকাপ থেকেই দারুণ খেলছেন পগবা। ফ্রান্সের দ্বিতীয় বিশ্বকাপ জয়ে রেখেছেন মুখ্য ভূমিকা। পুরো দলকে আসর জুড়ে উজ্জীবিত রাখার কাজটাও করেছেন তিনি। কিন্তু গত আসরের বিবর্ণ পারফরম্যান্সের কথা ভেবে শঙ্কিত ছিলেন অনেকেই। ম্যানইউর হয়ে জ্বলে উঠতে পারবেন তো? কিন্তু সব শঙ্কা উড়িয়ে দিয়ে ছন্দের ধারাবাহিকতা দেখালেন পগবা। আর তাতেই মজেছেন মরিনহো।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পগবার উচ্ছ্বসিত প্রশংসাই করেছেন মরিনহো, ‘পগবা ম্যাচে দানবের মতো ছিল। আমরা ৬০ মিনিটের কথা ভেবেছিলাম কিন্তু সে ৮০ মিনিটের বেশি পরিচালনা করতে পেরেছে। মৌসুমের শুরুটা অনেক কঠিন ছিল। আমাদের ভালো সূচনার দরকার ছিল। খেলোয়াড়রা দারুণ পারফর্ম করেছে এবং ফলাফল পেয়েছে।’

ম্যাচের শুরুতেই এদিন পগবার গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ২ মিনিটেই ডি বক্সের মধ্যে ড্যামিয়েন আমার্টি ইচ্ছাকৃত ভাবে বল হাতে লাগালে পেনাল্টি পায় রেড ডেভিলরা। সে পেনাল্টি থেকে দারুণভাবে বল জালে জড়ান এ ফরাসী মিডফিল্ডার। বাকি ম্যাচেও দারুণ খেলেছেন এ তারকা। এরপর ৮৩ মিনিটে দারুণ প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন লুক শ। যোগ করা সময়ে একটি গোল ফিরিয়ে দেন জেমি ভার্ডি। শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে রেড ডেভিলরা।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago