১৪ আগস্ট পর্যন্ত চলবে ট্রাফিক সপ্তাহ
সড়কে নৈরাজ্য বন্ধে শুরু করা ট্রাফিক সপ্তাহে ইতিবাচক ফল পাওয়ায় আগামী ১৪ আগস্ট পর্যন্ত এর মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া আজ ঢাকায় তাদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ট্রাফিক সপ্তাহের কার্যক্রম তিন দিন বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, সপ্তাহব্যাপী সচেতনতা কার্যক্রমে তারা ভালো ফল পেয়েছেন। তাই এর মেয়াদ তিন দিন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ট্রাফিক আইন প্রয়োগে বিশাল অগ্রগতি দেখেছে ডিএমপি। তাই শ্রেণি বা ব্যক্তিপরিচয়ের ঊর্ধ্বে থেকে ট্রাফিক আইন প্রয়োগ ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখা হবে।
ডিএমপি প্রধান বলেন, শিশুরা তাদের চিন্তাকে নাড়িয়ে দিয়েছে।
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সবিহীন ড্রাইভিং ও ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ৪ আগস্ট ট্রাফিক সপ্তাহ শুরু করার ঘোষণা দিয়েছিলেন আছাদুজ্জামান মিয়া।
Comments