কুমিল্লার মামলায় খালেদার জামিন বহাল
কুমিল্লায় বাস পোড়ানোর মামলায় বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের ছয় মাসের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ২০১৫ সালে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ –এ খালেদার বিরুদ্ধে এই মামলা হয়েছিল।
জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ রোববার ‘নো অর্ডার’ দিয়েছে।
খালেদার আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান আজ দ্য ডেইলি স্টারকে বলেন, আপিল বিভাগের আদেশে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকল। অন্য কয়েকটি মামলায় গ্রেপ্তার থাকায় তিনি এখনই কারাগার থেকে ছাড়া পাচ্ছেন না।
তবে খালেদার আরেক আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সরকারের হস্তক্ষেপের কারণেই কারাবন্দী রয়েছেন খালেদা জিয়া। সরকার হস্তক্ষেপ না করলে তিনি ছাড়া পাবেন বলেও যোগ করেন তিনি।
এই মামলায় গত ৬ আগস্ট খালেদাকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট।
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বাসে আগুন দিয়ে আট জনকে পুড়িয়ে হত্যা ও ২৫-২৬ জনকে আহত করার অভিযোগে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি খালেদাকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় দুটি মামলা করা হয়েছিল।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দিয়ে রায় দেন ঢাকার বিচারিক আদালত। এরপর থেকে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা।
Comments