বৃষ্টিতে কি করছেন আসিফ?
মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’-এর শুটিংয়ের প্রথম পর্বে অংশ নিলেন আসিফ আকবর ও তানজিকা আমিন। এখানে গায়ক আসিফ আকবরকে দেখা গেছে একেবারে ভিন্নরূপে।
আসিফ আকবর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “পরিচালক আমাকে যেভাবে চাইছেন, তার কাছে আমি নিজেকে সেভাবেই উপস্থাপন করছি। এর বেশি আর কিছুই বলার নাই। তবে কাজটা উপভোগ করছি এটা সত্য।”
ঈদের পর বাকি অংশের শুটিং হবে বলে জানান তিনি।
‘গহীনের গান’-এ থাকছে আসিফ আকবরের গাওয়া নয়টি গান। গানগুলো লিখেছেন তরুণ মুনসী, রাজিব আহমেদ ও সাদাত হোসাইন। সেগুলোর সুর-সংগীত করেছেন তরুণ মুনসী ও পল্লব সন্যাল।
সেই গানগুলোর ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে ছবিটি। এর চিত্রনাট্য লিখেছেন সাদাত হোসাইন।
Comments