রংপুরে বাস চাপায় শিক্ষার্থী নিহত, প্রতিবাদে অবরোধ

রংপুর শহরের দর্শনা এলাকায় বাসে চাপা পড়ে এক ছাত্র নিহত হয়েছে। ঘটনার প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা সেখানে আজ তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
রংপুরে বাস চাপায় এক ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে কুড়িগ্রাম-রংপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। ছবি: সংগৃহীত

রংপুর শহরের দর্শনা এলাকায় বাসে চাপা পড়ে এক ছাত্র নিহত হয়েছে। ঘটনার প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা সেখানে আজ তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

নিহত শিক্ষার্থীর নাম মো. জিওন (১৫)। সে রংপুরের বদরগঞ্জ উপজেলার মন্ডলহাট গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। রংপুর শহরের কালেক্টরেট স্কুলে দশম শ্রেণির ছাত্র ছিল সে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, পড়ালেখার জন্য শহরের দর্শনা এলাকায় একটি মেস বাড়িতে সে থাকত। টিউশন শেষে বাইসাইকেলে করে ফেরার পথে তাকে একটি বাস চাপা দেয়।

দ্য ডেইলি স্টারের দিনাজপুর করেসপন্ডেন্ট জানান, সকাল ১১টার দিকে কুড়িগ্রাম-রংপুর সড়কে ঘাগটপাড়া এলাকায় দ্রুতগতির একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই জিওনের মৃত্যু হয়।

মৃত্যুর খবর পেয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাশ নিয়ে যাওয়ার জন্য আসা এম্বুলেন্সটিও ভাঙচুর করেন তারা।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান জানান, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপুর আড়াইটার দিকে সড়কটি দিয়ে যান চলাচল শুরু হয়েছে।

Comments

The Daily Star  | English
train derailed in Tejgaon

Dhaka's rail link with rest of the country restored

The rail connectivity between Dhaka with the rest of the country has been restored 4.5 hours after the derailment of a train in Tejgaon

51m ago