‘বেল কারিশমা সবে তো শুরু’

সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো ছেড়েছেন রিয়াল মাদ্রিদ। তার বিকল্প হিসেবে মানসম্পন্ন কাউকে এখনও কিনতে পারেনি দলটি। কিন্তু তার অভাব টেরই পাচ্ছে না ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। দুর্দান্ত খেলে চলেছেন দলের ওয়েলস তারকা গ্যারেথ বেল। তবে এ তারকা এর চেয়েও ভালো খেলবেন বলে জানিয়েছেন দলের কোচ জুলেন লোপেতেগি।

সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো ছেড়েছেন রিয়াল মাদ্রিদ। তার বিকল্প হিসেবে মানসম্পন্ন কাউকে এখনও কিনতে পারেনি দলটি। কিন্তু তার অভাব টেরই পাচ্ছে না ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। দুর্দান্ত খেলে চলেছেন দলের ওয়েলস তারকা গ্যারেথ বেল। তবে এ তারকা এর চেয়েও ভালো খেলবেন বলে জানিয়েছেন দলের কোচ জুলেন লোপেতেগি।

আগের রাতে বার্নাব্যু কাপে দারুণ খেলেছেন বেল। দারুণ খেলেছেন বেনজেমাও। এসি মিলানকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের ম্যাচে গোল করেছেন দু’জনই। ২৯ বছর বয়সী বেলের পারফরম্যান্সে মুগ্ধ কোচ জানালেন, ‘বেল ভালো করতে অনেক প্রতিশ্রুতিবদ্ধ, দারুণ একটি মৌসুম কাটাতে চায়। অনেক অনেক কঠোর পরিশ্রম করতে চায়। আমরাও তার উপর খুশি। এটা সবে মাত্র শুরু।’

সাবেক কোচ জিনেদিন জিদানের অধীনে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। আছে একটি লা লিগা শিরোপাও। গত ১০ বছরে যা মাত্র দুইবার জিততে পেরেছে দলটি। কিন্তু সেই কোচের অধীনে বর্ণহীন ছিলেন বেল। যদিও ইনজুরিও ভুগিয়েছে তাকে। ছন্দে ছিলেন না করিম বেনজেমাও। তবে নতুন কোচ লোপেতেগির অধীনে জ্বলে উঠেছেন এ তারকারা।

বেল এবং বেনজেমা চলতি আসরে রিয়ালের তুরুপের তাস হবেন বলেই বিশ্বাস করেন লোপেতেগি। গত আসরে লিগে ৩২ ম্যাচ খেলে মাত্র পাঁচটি গোল করেছিলেন বেনজেমা। অথচ এ মৌসুম শুরুর আগে প্রস্তুতি ম্যাচগুলোতে টানা গোল করে যাচ্ছেন তিনি। চলতি মৌসুমে জ্বলে ওঠা এ দুই তারকা কেন আগে পারেননি জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান লোপেতেগি, ‘আগের মৌসুমে কি হয়েছে আমি এসব বলতে যাব না।’

‘আমরা বেনজেমাকে নিয়ে সুখী। সে ভালোভাবেই অনুশীলন করছে। দারুণ ছন্দে আছে, রোমাঞ্চিত এবং উৎসাহীও। শুধু গোল করা নয়, নিশ্চিতভাবে সে আমাদের সব দিক থেকেই সাহায্য করবে। সে নানা ভাবে দলে অবদান রাখছে এবং সে যা করছে তাতে আমরা খুশি আছি।’ – বেনজেমা প্রসঙ্গে এমনটাই বললেন লোপেতেগি।

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police arrested former environment minister Saber Hossain Chowdhury from the capital’s Gulshan area today

1h ago