বার্সেলোনার বিপক্ষে সুপার কাপ বয়কটের হুমকি সেভিয়ার

লা লিগায় ম্যাচের দিন স্কোয়াডে ইউরোপের বাইরের সর্বোচ্চ তিন জন খেলোয়াড়কে রাখতে পারে দলগুলো। কিন্তু স্প্যানিশ সুপার কাপে খুশি ইউরোপের বাইরের খেলোয়াড় খেলাতে পারবে বলে জানায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ম্যাচের এক দিন আগে এ নিয়মে পরিবর্তন করায় দারুণ খেপেছে সেভিয়া। এমনকি ফাইনাল বয়কটের হুমকি দিয়েছে দলটি।

লা লিগায় ম্যাচের দিন স্কোয়াডে ইউরোপের বাইরের সর্বোচ্চ তিন জন খেলোয়াড়কে রাখতে পারে দলগুলো। কিন্তু স্প্যানিশ সুপার কাপে যত খুশি ইউরোপের বাইরের খেলোয়াড় খেলাতে পারবে বলে জানায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন।  ম্যাচের এক দিন আগে এ নিয়মে পরিবর্তন করায় দারুণ খেপেছে সেভিয়া। এমনকি ফাইনাল বয়কটের হুমকি দিয়েছে দলটি।

এক বিবৃতিতে সেভিয়া জানায়, ‘সুপার কাপের ২৪ ঘণ্টা আগে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিবৃতিতে সেভিয়া এফসি বিস্মিত। ইউরোপের বাইরের খেলোয়াড়দের যত জনকে খুশি নিবন্ধন করানো যাবে বলে জানিয়েছে তারা। অথচ গত মৌসুমের শেষ বিজ্ঞপ্তিতেও শুধু তিন জনের অনুমতি দেওয়া হয়েছিল। আমাদের ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি বিশ্লেষণ করছে।’

সমস্যা সৃষ্টি হয়েছে মূলত ফিলিপ কৌতিনহোকে নিয়েই। দু’দিন আগেই পর্তুগালের নাগরিকত্ব পেয়েছেন এ ব্রাজিলিয়ান। তবে এখনও কাগজ পত্র দাখিল করতে পারেননি তিনি। তিনি ছাড়া মূল একাদশে খেলতে পারেন ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যালকম, মিডফিল্ডার আর্থার মেলো ও চিলির আর্তুরো ভিদাল। এদের সবাইকে দলে দেখলেই ফাইনাল বর্জন করতে পারেই বলেই ইঙ্গিত দিয়েছে সেভিয়া, ‘বার্সেলোনা যদি তিন জনের বেশি ইউরোপের বাইরের খেলোয়াড় দলে রাখে, অনুপযুক্ত দল খেলানোর কারণে আমাদের সরে দাঁড়ানোর মতো অবস্থা সৃষ্টি হতে পারে।’

আগের মৌসুমের লা লিগা ও কোপা দেল রে চ্যাম্পিয়নরা নতুন মৌসুমের শুরুতে স্প্যানিশ সুপার কাপে মুখোমুখি হয়। গত মৌসুমে দুটি শিরোপাই জিতেছে বার্সেলোনা। তাই কোপা দেল রের রানার্সআপ সেভিয়াই সুপার কাপে বার্সেলোনার প্রতিদ্বন্দ্বী। এছাড়া ১৯৮২ সালে প্রতিযোগিতাটি শুরুর পর এবারই এক লেগে হবে এর নিষ্পত্তি। পাশাপাশি প্রথম বারের মতো প্রতিযোগিতা হচ্ছে স্পেনের বাইরে।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

1h ago