লিভারপুলের উড়ন্ত জয়ে সালাহ-মানের গোল

ঘরের মাঠ কি প্রতিপক্ষের মাঠ, গত মৌসুমে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে তিন মোকাবেলাতেই চারটি করে গোল দিয়েছিল লিভারপুল। চলতি আসরেও সে ধারাবাহিকতা ধরে রাখল অলরেডসরা। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ৪-০ গোলে ওয়েস্টহ্যামকে উড়িয়ে দিয়েছে দলটি। দলের দারুণ এ জয়ে জোড়া গোল পেয়েছেন সাদিও মানে। একটি করে গোল দিয়েছেন মোহাম্মদ সালাহ ও ড্যানিয়েল স্টারিজ।

ঘরের মাঠ কি প্রতিপক্ষের মাঠ, গত মৌসুমে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে তিন মোকাবেলাতেই চারটি করে গোল দিয়েছিল লিভারপুল। চলতি আসরেও সে ধারাবাহিকতা ধরে রাখল অলরেডসরা। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ৪-০ গোলে ওয়েস্টহ্যামকে উড়িয়ে দিয়েছে দলটি। দলের দারুণ এ জয়ে জোড়া গোল পেয়েছেন সাদিও মানে। একটি করে গোল দিয়েছেন মোহাম্মদ সালাহ ও ড্যানিয়েল স্টারিজ।

অ্যানফিল্ডে ম্যাচ মানেই অন্যরকম লিভারপুল। প্রতিপক্ষ সে যতই শক্তিধর হোক। গত আসরে ইংলিশ লিগের ইতিহাসে প্রথমবারের মতো শত পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার সিটি। সেই দলকেই ৫-০ গোলে হারিয়েছিল লিভারপুল। ঘরের মাঠ যেন তাদের দুর্গ। সে দুর্গ ভাঙা যে কত কঠিন তা কাছ থেকেই দেখলেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটি কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনি। চলতি আসরে ওয়েস্টহ্যামের দায়িত্ব নিয়ে শুরুতে খেলেন বড়সড় ধাক্কা।

ঘরের মাঠে শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে ওয়েস্টহ্যামের ডিফেন্সকে ব্যস্ত রাখে লিভারপুল। তবে প্রথম গোলটি পেতে সময় লাগে ১৯ মিনিট। বাঁপ্রান্তে বল বাড়িয়েছিলেন কেইটা। অ্যান্ড্রু রবার্টসন সে বল ধরে পাস দেন সালাহকে। আলতো টোকায় বল জালে জড়ান এ মিশরীয়। ফলে ১-০ গোলে এগিয়ে যায় অলরেডসরা।

২৪ মিনিটে এগিয়ে যেতে পারতো লিভারপুল। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের দারুণ এক ফ্রিকিক ঝাঁপিয়ে পরে ফিরিয়ে দেন ওয়েস্টহ্যাম গোলরক্ষক লুকাস ফেবনস্কি। এরপরও দারুণ কিছু সেভ করেন এ গোলরক্ষক। ম্যাচের দ্বিতীয় গোল আসে প্রথমার্ধের যোগ করা সময়ে। রবার্টসনের ক্রস ঝাঁপিয়ে পরে বক্সে রাখেন জেমস মিলনার। সে বল ধরে সহজেই লক্ষ্যভেদ করে মানে।

বিরতির পরও আক্রমণের ধারা বজায় রেখে খেলতে থাকে লিভারপুল। ৫৬মিনিটে তৃতীয় গোল পায় দলটি। এ গোলে অবশ্য অবদানটা বেশি ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনোর। দুই ডিফেন্ডারকে কাটিয়ে মানেকে নিখুঁত এক পাস দেন তিনি। সে পাস থেকে দারুণ এক শটে বল জালে জড়াতে কোন ভুল করেননি সেনেগালের এ ফরোয়ার্ড।

তিন গোলে পিছিয়ে থেকেও ম্যাচ গোছাতে পারেনি পেল্লেগ্রিনির শিষ্যরা। উল্টো ৮৭ মিনিটে আরও এক গোল হজম করে দলটি। কর্নার থেকে ডিফেন্ডার ঠিকভাবে বল ফেরাতে না পারলে ডান প্রান্তে ফাঁকায় বল পেয়ে যান স্টারিজ। আলতো টোকায় বল জালে জড়ান তিনি। ধারে ওয়েস্ট ব্রুউইচ আলবিয়ন থেকে ফিরে প্রথম ম্যাচেই গোল পেলেন এ ইংলিশ তারকা।

Comments

The Daily Star  | English

$8b climate fund rolled out for Bangladesh

In a first in Asia, development partners have come together to announce an $8 billion fund to help Bangladesh mitigate and adapt to the effects of climate change.

10h ago